লকডাউন উঠলেই চুণী-পিকের স্মৃতিতে টুর্নামেন্ট, অভিনব উদ্যোগ নিল আইএফএ

ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের একটা অধ্যায় শেষ হল কিছুদিন আগেই। বাঙালি হারাল দুই কিংবদন্তি চুণী গোস্বামী এবং পিকে বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের শ্রদ্ধা জানাতেই এবার প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করছে আইএফএ। লকডাউন উঠলেই চুণী গোস্বামী এবং পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে আয়োজিত হবে এই প্রতিযোগিতা।

আপাতত মূলত কলকাতাতেই এক ম্যাচের এই ট্যুরনামেন্টের পরিকল্পনা করেছে আইএফএ। তবে বাড়তে পারে ম্যাচের সংখ্যা। কলকাতার পাশাপাশি জেলাতেও হতে পারে আরো একটি ম্যাচ। যদিও পুরো পরিকল্পনা এখন বাস্তবায়িত হতে দেরী আছে বেশ খানিকটা।

আপাতত আইএফএ-র প্রাথমিক লক্ষ্য যুবভারতীতেই এই টুর্নামেন্ট আয়োজিত করা। সঙ্গে বিকল্প হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে কলকাতার আরো দু’তিনটে স্টেডিয়ামকে। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানান, খুব শীঘ্রই এই ব্যাপারে আলোচনা হবে এই দুই তারকার পরিবারের সঙ্গে। বড়ো করে এই টুর্নামেন্টের আয়োজন করতে পরামর্শ নেওয়া হবে কলকাতার ক্লাবগুলির থেকেও। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এ ব্যাপারে বিষদে আলোচনা হবে লকডাউনের পর, এমনটাই জানান তিনি।

দুই তারকার স্মৃতিতে আয়োজিত এই ম্যাচ সকলের জন্য। বর্তমান ফুটবলারদের সঙ্গে, টুর্নামেন্টে মাঠে নামতে দেখা যেতে পারে প্রাক্তন ফুটবলারদেরও। এমনটাই আভাস দিয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। বিজয়ী দলকে প্রদান করা হবে এই দুই মহাতারকার নামাঙ্কিত ট্রফি। ফুটবলের নক্ষত্রদের সম্মান জানাতে এর থেকে অভিনব উদ্যোগ আর কীই বা হতে পারে? সকল ফুটবলারই যে এই প্রয়াসকে সফল করতে এগিয়ে আসবে, সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী আইএফএ-র কর্মকর্তারা।