দিন কাটে বৃদ্ধাশ্রমেই, সেইসব মায়েদের কাছেও পৌঁছে গেল ফুলের স্তবক

এবারের মাতৃ দিবস যেন অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা ছিল। বিশেষ করে যাঁরা সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো বৃদ্ধাশ্রমে দিন কাটান, সেইসব বৃদ্ধা মায়েদের জন্য তো বটেই। করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে আইসোলেশনে আছেন অনেকেই। বাইরের কারোর সঙ্গে দেখা করার সুযোগ নেই তাঁদের। এমনকি সন্তানদের সঙ্গেও না। তাই কোনো সন্তান চাইলেও এই দিনটি তাঁর মায়ের কাছে কাটাতে পারেন না। আর এমন নিঃসঙ্গ মাতৃ দিবসেই সেইসব বৃদ্ধার কাছে স্নেহের উষ্ণ স্পর্শ পৌঁছে দিল লোয়েস কোম্পানি।

গতকাল, মাতৃ দিবসে আমেরিকার দশটি শহরে ৫০০টির বেশি বৃদ্ধাশ্রমের আবাসিকদের ফুলের স্তবক উপহার দিল লোয়েস কোম্পানি। এর মধ্যে আছে নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, বস্টন প্রভৃতি শহর। এই উদ্যোগে সামিল হয়েছিল উবার কোম্পানি এবং কিছু নার্সারি সংস্থাও। বিভিন্ন শহরে নার্সারি সংস্থাগুলি দায়িত্ব নিয়েছিল এই ফুলের স্তবক তৈরি করার। এবং উবার কোম্পানির কর্মচারীরা সেই স্তবক পোঁছে দিলেন নিঃসঙ্গ মায়েদের কাছে। লোয়েস কোম্পানি এই কাজের জন্য ১০ লক্ষ ডলার খরচ করেছে, এমনটাই জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ।

লোয়েস কোম্পানিকে এই উদ্যোগের জন্য ইতিমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন সিপিকান হেল্থ কেয়ার সেন্টার। এই কঠিন সময়ে মানুষের জীবনের নানা অনুভূতিগুলিই তো বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়। লোয়েস কোম্পানি যেন সেই হতাশা জর্জরিত মানুষগুলির মনের অনুভূতি স্পর্শ করতে পেরেছে। এই উদ্যোগ যদি তাঁদের বেঁচে থাকতে সাহায্য করে, তবে তার চেয়ে সুখের হয়তো আর কিছুই হবে না।

More From Author See More

Latest News See More