কমছে বিরল কাকাতুয়ার সংখ্যা

ফিলিপাইন আইল্যান্ডের হমনহন দ্বীপ। ইতিহাস বিখ্যাত পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগলান এখানেই তাঁর নৌবাহিনী নিয়ে পদার্পণ করেছিলেন। কিন্তু কেবল এই কারণেই হমনহন বিখ্যাত নয়, হমনহন বিখ্যাত কাকাতুয়ার জন্য। আইইউসিএন-এর বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত এই পাখিটি এখন মাত্র হমনহন দ্বীপে আছে ৬৫০-১১২০টি।

শুধু কাকাতুয়াই নয়, গুইয়াবেরো(একপ্রকার টিয়া পাখি), ফিলিপিনো টার্সিয়ার,  হলুদ বুলবুলও পাওয়া যায় এই অঞ্চলে। হমনহন-কে একারণে শীঘ্রই হয়তো ‘ক্রিটিকাল হাবিট্যাট’ তকমা দেওয়া হবে। পাশাপাশি, এই অঞ্চল নিকেল ও ক্রোমাইটের জন্যও বিখ্যাত। মোট চারটি সংস্থা হমনহন থেকে খনিজ উত্তোলন করে। স্থানীয়রা এই সংস্থাগুলির অত্যধিক হারে খনিজ উত্তোলনের বিরোধী। খুব শীঘ্রই হয়তো খনিজ উত্তোলন বন্ধ হবে হমনহনে। কিন্তু যা করার শীঘ্রই করতে হবে, কাকাতুয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।