পুজোর মুখে ভয়াবহ বৃষ্টি, সতর্কতা জারি দুই রাজ্যে

শরতের বদলে-যাওয়া চেহারা দেখে শঙ্কিত অনেকেই। এখনও অবধি আশ্বিনে বৃষ্টির কাছে নাকাল হয়েছে কলকাতা। শোনা যাচ্ছে, পুজোর সময়ও বৃষ্টি হতে পারে। এই খবরে মাথায় হাত বাঙালির। যাবতীয় পরিকল্পনা ভেসে যাওয়ার মুখে। আর এর মধ্যেই বিহার ও উত্তরপ্রদেশে দেখা গিয়েছে ভয়ঙ্কর বন্যা।

গত বৃহস্পতি, শুক্র ও শনিবার মিলিয়ে বন্যার কারণে ৭৬ জনের মৃত্যু হয় উত্তরপ্রদেশে। ৪ দিনে  প্রয়াগরাজে ১০২.২ মিলিমিটার বৃষ্টি হয় এবং বারাণসীতে গোয় ৮৪.২ মিলিমিটার বৃষ্টি, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। বিহারেও ভারী বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাটনা ও অন্যান্য জেলার প্রত্যন্ত এলাকা। স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং নীতিশ কুমার পুরো পরিস্থিতিকে খতিয়ে দেখছেন। উত্তর প্রদেশে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবার পিছু ৪ লাখ টাকা বরাদ্দ করেছেন যোগী আদিত্যনাথ।

আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের পর থেকে আস্তে আস্তে কমবে বৃষ্টি। তার আগে অবধি, রেড অ্যালার্ট জারি করা হয়েছে দুই রাজ্যেই।