জুতোয় হিটলারের মুখ, পুমা কোম্পানির নতুন ডিজাইন ভাইরাল

জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের চেহারাটা তো সবার কাছেই পরিচিত। বিশেষ ধরনের চুলের ছাঁট আর নাকের নিচে সামান্য মাছি গোঁফ দেখলেই চেনা যায় তাঁকে। কিন্তু সেই চেহারাই যদি কারোর জুতোয় দেখা যায়? এমনটা অবশ্য খুব অস্বাভাবিক শুনতে লাগে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর অসংখ্য ইহুদি হত্যার নায়ক হিটলারকে পায়ের নিচে রাখতে অনেকেরই আগ্রহ হতে পারে। তবে এমনটাই যদি কোনো বহুজাতিক সংস্থার মার্কেট পলিসি হয়, তাহলে একটু আশ্চর্য হতেই হয়। আর তেমনই আশ্চর্য অভিজ্ঞতা দেখা গেল পুমা কোম্পানির একটি জুতোর ডিজাইনকে ঘিরে।

পূমার মহিলা জুতোর নতুন ডিজাইন 'স্ট্রম অ্যাড্রেনালিন' ক্রমশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ সামাজিক মাধ্যমে তার প্রচারকে ঘিরে যেন একটু কোণঠাসাই হয়ে পড়েছে কোম্পানি। হঠাৎ কেউ কেউ লক্ষ করেন, জুতোর ডিজাইনে হুবহু সেই চুলের ছাঁট আর সেই মাছি গোঁফ। ঠিক অ্যাডলফ হিটলারের মুখটাই বসিয়ে দেওয়া হয়েছে জুতোর গায়ে। আর ডিজাইনের নামকরণও জার্মানির সেইসময়ের প্যারামিলিটারি ফোর্স স্ট্রম দিটাচমেন্টের অনুকরণে হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে ফ্যাশনেবল জিন্স আর টিশার্টের সঙ্গে এমন অদ্ভুত জুতো পরে তাই স্টাইল নষ্ট করতে চাইছেন না অনেকেই। অবশ্য কোম্পানির রসিকতায় মজা পেয়েছেন অনেকেই।

তবে সেইসঙ্গে উঠেছে বিতর্কও। কোম্পানির তরফ থেকে অবশ্য এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে ব্রাজিলের বিখ্যাত প্রাণী পুমার প্রতিনিধিত্ব করে যে কোম্পানি, তার এমন আচরণে অনেক ব্রাজিলবাসীই খুশি হননি। সেইসঙ্গে কোম্পানির বিবৃতিও দাবি করেছেন তাঁরা। তবে বাজারে সামান্য আর্থিক ক্ষতি হলেও, এই ডিজাইন যে আরও একবার পুমা কোম্পানিকে খবরের শিরোনামে তুলে আনল, তা এক ‘সাফল্য’ বৈকি।