ভারতীয় চলচ্চিত্র তারকাদের মধ্যে হাতে গোনা কিছু ব্যক্তিত্ব জায়গা করে নিতে পেরেছেন হলিউডে কিংবা আন্তর্জাতিক অভিনয়জগতে। আর সেই তালিকার অন্যতম একটি নাম প্রিয়াঙ্কা চোপড়া। গতকাল সকালেই ফের চমক দিলেন তিনি। আবারও অস্কারের মঞ্চে দেখতে পাওয়া যাবে তাঁকে। তবে একা নন, সঙ্গে থাকবে তাঁর স্বামী নিক জোনাসও। ৯৩তম অস্কার মনোনয়নের তালিকা বিশ্বের সামনে প্রকাশিত হবে জোনাস-দম্পতির কণ্ঠস্বরেই।
বৃহস্পতিবার সকালেই ট্যুইটারে ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের এই সুসংবাদ দেন উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। ভিডিয়োর ক্যাপশনে অবশ্য লেখেন আসন্ন অস্কারের মঞ্চে তিনি সঞ্চালকের ভূমিকা নিতে যাচ্ছেন স্বামীকে না জানিয়েই। আর কিছুই না, আসলে স্বামী নিকের সঙ্গে খুনসুটি করেই এমনটা লেখা। পরে অবশ্য তিনি পরিষ্কার করে দেন, ‘নিক তোমাকে ছাড়া আমি একা কীভাবে এই অনুষ্ঠান করতে পারি? আমরা একসঙ্গেই মনোনয়ন ঘোষণা করব।’
সব মিলিয়ে মোট ২৩টি বিভাগে ঘোষিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা। তবে করোনাবিধি মাথায় রেখেই সম্পূর্ণ অনুষ্ঠানটি হবে অনলাইনে। সোমবার অস্কার ডট কম কিংবা অ্যাকাডেমির ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে মনোনয়ন ঘোষণা। মহামারীর কারণে অনেকটাই পিছিয়ে গেছে এই বছরের অস্কারের সূচি। মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এপ্রিল মাসের ২৫ তারিখে।
এর আগেও ২০১৬ এবং ২০১৭ সালে অস্কারের অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এক নতুন মুকুট জুড়ল তাঁর মাথায়। অনুরাগীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এদিন আবেদন করেন নিক-প্রিয়াঙ্কা জুটি। সিনেমা বিশ্লেষক ও বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই তালিকায় জায়গা করে নিতে পারে প্রিয়াঙ্কা অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’-ও। কাজেই আগামী ১৫ মার্চের এই অনুষ্ঠানের বিষয়ে উত্তেজনার ঘাটতি নেই ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও। সকলেই অপেক্ষায় রয়েছেন সেই সোনালি মুহূর্তের…
আরও পড়ুন
দীর্ঘ অবিচারের প্রায়শ্চিত্ত, বাফটা মনোনয়ন তালিকায় বৈচিত্রের সমাহার
Powered by Froala Editor