দীর্ঘ অবিচারের প্রায়শ্চিত্ত, বাফটা মনোনয়ন তালিকায় বৈচিত্রের সমাহার

দীর্ঘদিনের অবিচারের প্রায়শ্চিত্ত বাফটা-র। এমনটাই মনে হবে এ-বছরের বাফটা পুরস্কার মনোনীত সিনেমাদের তালিকা দেখলে। ঠিক বছরখানেক আগে যে অনুষ্ঠানের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ উঠেছিল, আজ সেখানেই বৈচিত্রের সমাহার। বিশেষ করে ‘নোমাডল্যান্ড’ বা ‘রক’-এর মতো সিনেমার মনোনয়ন তো রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছিল।

মূলত ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পরে সারা পৃথিবীতেই একধরণের সচেতনতা দেখা গিয়েছিল। ব্রিটিশ চলচ্চিত্র পুরস্কার বাফটার বিরুদ্ধেও অভিযোগ ছিল, সাদা চামড়ার পুরুষদের সিনেমাই বারবার বিজয়ীর জায়গা নিয়েছে। সেই বিতর্কের সময়েই বাফটার পক্ষ থেকে জানানো হয়, এবার থেকে প্রতি বছর নানা বর্গের চলচ্চিত্রকে তুলে আনা হবে। এবছর সেই প্রতিশ্রুতি রক্ষার বছর।

সেরা চলচ্চিত্র ছাড়াও আরও তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘নোমাডল্যান্ড’। এবছর মনোনীত সিনেমার তালিকাটিও বেশ দীর্ঘ। সব মিলিয়ে ৫০টি সিনেমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে কখনো ৪০টির বেশি সিনেমা জায়গা পায়নি। তাছাড়া মহিলা পরিচালকদের তৈরি ৪টি সিনেমা মনোনয়ন পেয়েছে। এর আগে কোনো বছরই একজনের বেশি মহিলা পরিচালকের প্রতিনিধিত্ব দেখা যায়নি। তবে এখনও তালিকায় সাদা চামড়ার পুরুষ চলচ্চিত্র নির্মাতাদেরই প্রাধান্য। বাফটা কর্তৃপক্ষ মনে করে, এই সমস্যার মূল আসলে সমাজের গভীরে। তবে ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র ক্ষেত্রে বৈচিত্রকে প্রাধান্য দিতে সবরকমের উদ্যোগ নেবে।

Powered by Froala Editor

আরও পড়ুন
বাংলা পরিভাষা থেকেই অসুখ চিনবে যন্ত্র, দিশা দেখিয়ে আন্তর্জাতিক পুরস্কার তরুণীর

More From Author See More