৮০০ বছরে সবচেয়ে কাছাকাছি বৃহস্পতি ও শনি, বড়োদিনের ‘বড়ো’ উপহার

আজ থেকে ৮০০ বছর আগে রাতের আকাশে দেখা গিয়েছিল এমন দৃশ্য। তবে গ্যালিলিও তখনও দূরবীন নিয়ে আকাশের বুকে চোখ রাখেননি। ফলে কোনো মানুষের পক্ষেই এই দৃশ্যের সাক্ষী থাকার সৌভাগ্য হয়নি। এই করোনা পরিস্থিতিতেও আকাশ এনে দিল বড়দিনের এমন উপহার। বিজ্ঞানীরা বলছেন, ঠিক বড়োদিনের আগেই বৃহস্পতি এবং শনির মধ্যে দূরত্ব হবে ৮০০ বছরে সর্বনিম্ন।

হিসাব বলছে, ১২২৬ সালের মার্চ মাসে শেষ এত কাছাকাছি এসেছিল দুই প্রতিবেশী গ্রহ। পৃথিবীর আকাশে তাদের দূরত্ব ছিল একটা চাঁদের ৫ ভাগের একভাগ। আবারও ডিসেম্বরের ১৬ থেকে ২৫ তারিখের মধ্যে সেই রেকর্ড তৈরি হতে চলেছে। চলতি বছরের শুরু থেকেই কাছাকাছি আসতে দেখা গিয়েছে দুই গ্রহকে। তবে ঠিক কবে দূরত্ব সবচেয়ে কম হবে, সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আর আকাশ পরিষ্কার থাকলে সেই দৃশ্যের সাক্ষী থাকবে অসংখ্য মানুষ।

অবশ্য এবছর আশা পূরণ না হলেও হতাশ হবার কিছু নেই, বলছেন বিজ্ঞানীরা। খুব শিগগিরি আবারও এমন ঘটনা ঘটতে চলেছে। তবে সেটা ২০৮০ সালে। আর তারপর ২৪০০ সালের মধ্যে এমন ঘটনা আর ঘটবে না। ফলে কোনো স্কাই ওয়াচারই যে এমন সুযোগ হাতছাড়া করতে চাইবেন না, সেকথা বলাই বাহুল্য।

Powered by Froala Editor