১৮ বছরের কেরিয়ারে ইতি, ক্রিকেট থেকে অবসর নিলেন পার্থিব প্যাটেল

ধোনি এবং রায়নার পর ভারতের ক্রিকেট জগত থেকে বিদায় নিলেন আরও এক তারকা। সম্প্রতি একটি ট্যুইট বার্তায় পার্থিব প্যাটেল জানালেন, আর কোনো ধরনের ক্রিকেটেই অংশগ্রহণ করবেন না তিনি। ১৮ বছরের ক্রিকেট জীবনের ইতি ঘোষণা করলেন দাপুটে ব্যাটসম্যান তথা উইকেট কিপার পার্থিব প্যাটেল।

২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে ভারতের আন্তর্জাতিক দলে উইকেট কিপার হিসাবে আত্মপ্রকাশ করেন পার্থিব প্যাটেল। যদিও ভারতীয় দলে তাঁর যাত্রা খুব একটা সহজ ছিল না। মাত্র ২৫টি টেস্ট, ৩৯টি একদিনের ম্যাচ এবং দুটি টি-২০ ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি। তবে গুজরাটের রাজ্য দলে তাঁর ভূমিকার কথা অস্বীকার করা যায় না। পাশাপাশি প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স, পরে চেন্নাই সুপারকিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলের মাঠে বারবার নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন পার্থিব।

২০০৪ সালে গুজরাটের রঞ্জি জয়ের পিছনে পার্থিব প্যাটেলের ভূমিকা আজও মনে রেখেছেন সকলেই। তবে জাতীয় দলে সেভাবে সুযোগ না পেলেও মাত্র ১৭ বছরের এক যুবকের উপর আস্থা রাখার জন্য বিসিসিআইকেও ধন্যবাদ জানিয়েছেন পার্থিব। পাশাপাশি তাঁর বাবা এবং রাজ্যদলের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। তবে ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ভেবেচিন্তেই নিয়েছেন পার্থিব। তাঁর এরকম হঠাৎ বিদায়ের ঘোষণায় শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া।

Powered by Froala Editor