ঘরের টান ভুলতে পারে না পরিযায়ী কোকিলও, ১৬টি দেশ পেরিয়ে ফিরল ঠিকানায়

বসন্তে যে কোকিল ডেকে ডেকে মাতিয়ে তোলে চারপাশ, বসন্তের পর কোথায় যায় তারা? ওদের তো নির্দিষ্ট বাসা নেই কোনো। যা আছে, তা শুধু এক নির্মল ওড়ার আনন্দ। তাই কোকিলের ডাক ছাড়া ফিরেও তাকায় না মানুষ। তবে মঙ্গোলিয়ার বিজ্ঞানীরা তাকিয়েছিলেন। আর তাই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল পৃথিবী।

ওনন নামের কোকিল পাখিটি যখন ২০১৯ সালে জুন মাসে মঙ্গোলিয়া থেকে পাড়ি দিয়েছিল, তখন তার গলায় পড়ানো ছিল ছোট্ট একটি ট্র্যাকার যন্ত্র। আর এই যন্ত্রের মাধ্যমে বিজ্ঞানীরা লক্ষ রেখেছেন কীভাবে ১৬টি দেশের সীমানা পার করেছে পাখিটি। এমনকি গত বসন্তে ভারতেও প্রবেশ করেছে সে। কিন্তু শেষ পর্যন্ত জুনের ২৭ তারিখ আবারও মঙ্গোলিয়ায় ফিরে গেল ওনন। আর এই ঘটনাতেই রীতিমতো চমকে গিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।

কোকিল যে একটি পরিযায়ী গোত্রের পাখি, একথা আমরা সকলেই মোটামুটি জানি। ভারতে কাকের বাসায় ডিম পাড়ার জন্য তার কুখ্যাতিরও শেষ নেই। কিন্তু সেই কোকিলেরও থাকে ঘরে ফেরার টান? অন্তত ওননের ঘটনা সেরকমই সাক্ষ্য দেয়। নাহলে তো দিব্যি ভারতে বা অস্ট্রেলিয়ায় আগামী শীতকালটুকু কাটিয়ে দিতে পারত সে। কিন্তু ফিরে আসার টান অগ্রাহ্য করতে পারেনি। অবশ্য ওননের সঙ্গে আর যে সমস্ত কোকিলের গলায় ট্র্যাকার লাগানো হয়েছিল, তাদের কোনো সন্ধান নেই এখনও অবধি। তবে এক্ষেত্রে কোনো প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। অথবা কোনো কারণে পাখিদের মৃত্যুও হতে পারে। অতএব এই ঘটনা কোকিলের চরিত্র নিয়ে আবারও গবেষণার সুযোগ এনে দিল বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Powered by Froala Editor

আরও পড়ুন
দৃষ্টি হারিয়েছেন সব মানুষ, এমনকি প্রাণীরাও; মেক্সিকোর ‘অভিশপ্ত’ গ্রামের পরিস্থিতি এমনই