নিজামের সম্পত্তির দাবিতে মামলা, কার হাতে উঠবে ৩৫ মিলিয়ন পাউন্ড?

একদা স্বাধীন রাষ্ট্র হায়াদ্রাবাদ। বাঙালি জেনারেল জয়ন্ত চৌধুরী সেই রাজ্য দখল করেছিলেন ভারতের হয়ে। আন্তর্জাতিক রাজনীতিতে সে ছিল এক ঐতিহাসিক ঘটনা। তারপর ৭ দশক পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও সমাধান হয়নি নিজাম শাসকদের উত্তরাধিকার সংক্রান্ত মামলার। সাত দশক ধরে ইংল্যান্ডের আদালতে বিচার চলার পর এখন সেই মামলা এসেছে ভারতের আদালতে। আর তার মধ্যেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

ভারত স্বাধীন হওয়ার পর দেখা যায় ইংল্যান্ডের ব্যাঙ্কে নিজাম শাসকদের ৩৫ মিলিয়ন পাউন্ড সঞ্চয় আছে। হায়াদ্রাবাদ স্বাধীন রাষ্ট্র হলে এই অর্থ নিয়ে কোনো সমস্যাই হত না। কিন্তু ভারতে অন্তর্ভুক্তির পরই পাকিস্তান দাবি করে, এই অর্থের উপর সেদেশেরও অধিকার আছে। এই নিয়ে মামলা চলল ৭০ বছর। অবশেষে সম্প্রতি ইংল্যান্ডের আদালত পাকিস্তানের দাবি খারিজ করল। কিন্তু সেইসঙ্গে শুরু হল নতুন বিতর্ক।

নিজাম শাসকদের বংশতালিকা দেখতে গেলে এখন প্রায় ১০০ জন উত্তরাধিকারীকে পাওয়া যাবে। তাঁদের মধ্যে কার হাতে উঠবে এই ৩৫ মিলিয়ন পাউন্ড অর্থ? এই নিয়েই শুরু হয়েছে প্রতিযোগিতা। একদিকে প্রিন্স মুকুরাম ঝা দাবি করছেন, রাজ সনদ অনুযায়ী তাঁর পূর্বপুরুষই এই সম্পত্তির মালিক হতেন। অতএব অর্থ তাঁরই পাওয়ার কথা। অন্যদিকে নিজামের সরাসরি বংশধর নবাব নাজাফ আলি খান দাবি করেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী সেই সনদের আর কোনো মূল্য নেই। সম্পত্তি পাবেন নাজাফ আলি খান এবং তাঁর পরিবারই। এই মর্মে প্রিন্স মুকুরাম ঝায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও এনেছেন তিনি। এই ভারতের বুক দিয়ে এমন কত রাজত্বের রথ গড়িয়ে গিয়েছে একদিন। তার দাগ যেন আজও বয়ে বেড়াচ্ছে…

Powered by Froala Editor