গত তিনদিনে শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত ৯, অস্বীকার রেল কর্তৃপক্ষের

বেড়েই চলেছে শ্রমিক স্পেশাল ট্রেনযাত্রীদের মৃত্যুসংখ্যা। মৃত মায়ের আঁচল ধরে জাগানোর চেষ্টা করছে ছোট্ট শিশু। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। কিন্তু এই ঘটনাটি একটি নমুনা মাত্র। সোমবার থেকে মোট ৯ জনের মৃত্যু হল যাত্রাপথেই। শুধু বুধবারই মারা গেলেন ৭ জন।

মৃতদের মধ্যে পাঁচজন উত্তরপ্রদেশ ও চারজন বিহারের বাসিন্দা। কেউ পেশায় শ্রমিক। আবার কেউ কেউ চিকিৎসার জন্যই গিয়েছিলেন ভিনরাজ্যে। অভিযোগ উঠেছে নন-এসি ট্রেনে অত্যাধিক গরম, ক্ষুধা ও তৃষ্ণার জ্বালায় মারা যাচ্ছেন একাধিক পরিযায়ী শ্রমিক। খাবার ও পানীয় জলের তেমন কোনো বন্দোবস্তই নেই ট্রেনগুলিতে, অভিযোগ জানিয়েছেন অনেকেই। 

অবশ্য এই অভিযোগ আগেই  অস্বীকার করেছে রেল। কর্তৃপক্ষের মতে, অধিকাংশ মৃত ব্যক্তিই আগে থেকে অসুস্থ ছিলেন।

অন্যদিকে, উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে ট্রেন আটকে বিক্ষোভে ফেটে পড়েন পরিযায়ী শ্রমিকেরা। অভিযোগ ওঠে, পচা খাবার দেওয়া হয়েছে তাঁদের। এছাড়াও গন্তব্যে না গিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে বেশ কয়েকটি ট্রেন। লাইনে চাপ থাকায় ট্রেনগুলি ডাইভার্ট করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। 

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে অসহায়তা। দীর্ঘদিন অন্য রাজ্যে আটকে থাকার পর হেঁটে বাড়ি ফেরার পথেই প্রাণ হারিয়েছেন অনেকে। বিশেষ ট্রেনের ব্যবস্থা হওয়ার পরেও উন্নতি হয়নি তাঁদের অবস্থার। এসবের মধ্যেই শ্রমিকের মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের সব স্তরেই। মৃত্যুর দায় থেকে মুক্তি পেতেই একে অপরকে দোষারোপ করে যাচ্ছে কেন্দ্র ও রাজ্যগুলি। 

Powered by Froala Editor