নন্দাদেবী হিমবাহ গলনের সঙ্গে বদলাচ্ছে স্থানীয় মানুষের জীবনযাপনও

শুধু মেরু অঞ্চলেই নয়, বরফ গলছে সারা পৃথিবী জুড়েই। একে একে হারিয়ে যাচ্ছে নানা হিমবাহ। আর এর অভিঘাত কি শুধুই প্রকৃতির উপর উপরে এসে পড়ছে? নাকি মানুষের জীবনও ক্রমশ বদলাচ্ছে পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে? এই বিষয়ে গবেষণা করতে গিয়েই চাঞ্চল্যকর নানা তথ্য পেয়েছেন গবেষকরা। বেশ কয়েকটি ভারতীয় সংস্থার মিলিত দল সম্প্রতি গবেষণায় দেখিয়েছে উত্তরাখণ্ডের নন্দাদেবী হিমবাহ অঞ্চলে হিমবাহের অপসারণের সঙ্গে সঙ্গেই বদলেছে মানুষের জীবনযাপনও। রিপোর্টে দেখা গিয়েছে বিগত তিন দশক ধরে বদলেছে মানুষের পোশাক, বাসস্থান এমনকি কৃষিকাজ পর্যন্ত।

১৯৮০ সাল থেকেই ক্রমশ নন্দাদেবী হিমবাহের বরফ গলতে শুরু করে। আর এই চার দশক ধরেই বদলেছে মানুষের জীবন। এমনটাই জানাচ্ছে আইআইটি কানপুর, ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি, উত্তরাখণ্ড স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং এইচএনবি গারওয়াল সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। কী কী সেই পরিবর্তন?

প্রথমত, যে বিষয়টির উপর রিপোর্টে জোর দেওয়া হয়েছে সেটা হল পোশাকের পরিবর্তন। ৮০-র দশকে দেখা যেত এখানকার বাসিন্দারা এবং পর্যটকরা প্রত্যেকেই সাদা উলের পোশাক পড়তেন। কিন্তু এখন উষ্ণতা বেড়েছে। এখন আর তেমন পোশাক পড়তে সচরাচর দেখা যায় না।

দ্বিতীয়ত, চার দশক আগে এখানকার সমস্ত বাড়ি হত বাঁশের তৈরি এবং তার উপর ঘাসের ছাউনি দেওয়া। এইধরনের ছাউনি বরফের হাত থেকে বাঁচাত। তবে এখন আর সচরাচর তুষারপাত হয় না। বরং বৃষ্টিপাতের রেওয়াজই বেশি। আর তাই এখনকার বাড়িগুলিতে টালির ছাউনি দেওয়ার রেওয়াজ বেড়েছে।

আরও পড়ুন
একুশ শতকের শেষে, অস্তিত্ব হারাবে কাশ্মীর ও লাদাখের ৮৫ শতাংশ হিমবাহ!

আর শেষ যে বিষয়টির উপর গবেষকরা জোর দিচ্ছেন, সেটা এলাকার কৃষিকাজ। নৈনিতাল বলতেই আমরা জানি আলু এবং আপেলের চাষের কথা। কিন্তু এই দুই ফসলের চাষই এখন প্রায় মুছে এসেছে। আপেলের চাষ টুকটাক হলেও নৈনিতালের বিখ্যাত সোনালি আপেলের চাষ এখন আর হয় না বললেই চলে। এই পরিবর্তিত জলবায়ুতে সেই চাষ প্রায় সম্ভব নয় বললেই চলে। তবে সম্প্রতি টুকটাক সবজির চাষ শুরু হয়েছে নৈনিতালে। চার দশক আগে যা প্রায় কল্পনাই করা যেত না।

আরও পড়ুন
চাদর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে হিমবাহ, উষ্ণায়ন থেকে বাঁচাতে উদ্যোগ ইতালির

এভাবে পরিবেশ বদলে যাওয়ার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। একসময় যে সোনালী আপেল রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা পাওয়া যেত, তার সুযোগ এখন আর নেই। তবে মানুষ যেন সমস্ত পরিস্থিতির সঙ্গেই অদ্ভুতভাবে মানিয়ে নিতে শিখেছে। কিন্তু এইভাবে কতদিন মানিয়ে নিতে পারবে মানুষ? বদলে যাওয়া জলবায়ু কি মানুষের অস্তিত্বকেও বিপন্ন করবে না?

আরও পড়ুন
হিমবাহের নিচ থেকে উদ্ধার হাজার বছরের পুরনো ভাইকিং উপজাতির ইতিহাস

Powered by Froala Editor