পরিবেশ বাঁচাতে প্রতিবাদ, নাল্লামালা জঙ্গলে বন্ধ ইউরেনিয়াম উত্তোলন

জয় এল শেষমেষ। সাধারণ মানুষের হাত ধরে। অবশেষে তেলেঙ্গানা সরকার সিদ্ধান্ত নিল যে অমরাবাদ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে আর ইউরেনিয়ামের জন্য খনন করা হবে না।

মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও জানিয়েছেন, তাঁরা নাল্লামালা বনভূমিতে( ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র) ইউরেনিয়ামের জন্য খনন কাজ চালানোর অনুমতি দেবেন না। এর ফলে কৃষ্ণা নদীর জল দূষিত হতে পারে, যার প্রভাবে হায়দ্রাবাদ শহরে জল সমস্যা দেখা দেবে।

পরিবেশ মন্ত্রক ইউরেনিয়াম মাইনিং কর্পোরেশনকে নাল্লামালাতে খননকার্য শুরুর অনুমতি দিয়েছিল। সেই অনুমতি অনুসরণ করেই অ্যাটমিক মিনারেলস ডিরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ খনন শুরু করে। এর ফলে শুধু ওই অঞ্চলের লোকই নন, অমরাবাদ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হবে। টাইগার সেনসাস অনুযায়ী, ওই সংরক্ষণ কেন্দ্রে বর্তমানে ১৭টি বাঘ আছে। অমরাবাদ দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।

এর বিরুদ্ধে প্রতিবাদ ওঠে সর্বস্তর থেকে। পরিবেশকর্মী ও সাধারণ মানুষ সোচ্চার হন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। অবশেষে প্রতিবাদের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয় পরিবেশ মন্ত্রক।

এমনকি সরকারের তরফ থেকে এও বলা হয়েছে যে ওই অঞ্চলে  ইউরেনিয়াম পাওয়া গেলেও খননকার্যের অনুমতি আর দেওয়া হবে না।

আইইউসিএন-এর ঘোষণা অনুযায়ী, বর্তমান বিশ্বে বাঘ বিপন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে অন্যতম। তার প্রাণ কি ইউরেনিয়ামের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়?