মাত্র ১ টাকার বিনিময়ে বিদেশি ভাষা শেখাচ্ছে এই প্রতিষ্ঠান

দেশবিদেশের ভাষা শিখে সেদেশের সাহিত্য রস আমরা সকলেই আস্বাদন করতে চাই। কেমন হবে যদি মাত্র ১ টাকার বিনিময়ে ভাষা শিক্ষা করা যায়?

এমনটাই এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। সৌজন্যে মাল্টিপল লাঙ্গুয়েজ লার্নিং সেন্টার। সোমবার কিংবা শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের আশপাশে এলেই দেখতে পাওয়া যাবে ভাষা শিক্ষার আগ্রহ নিয়ে খাতা কলম হাতে বসে তরুণ-তরুণী। বর্তমানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারে ৮টি ভিনদেশি ভাষা শেখানো হয়। মোট ৩০টি ক্লাস করা হয় প্রতি ভাষার জন্যে। বেতন ক্লাস পিছু ১ টাকা। অর্থাৎ মাসিক ৩০ টাকার বিনিময়ে একটি নতুন ভাষা শিখে যেতে পারবেন আপনি। ৬ মাসের এই কোর্সে উত্তীর্ণ হলে আরো ৬ মাসের কোর্স করতে পারবেন আপনি এবং সেটা বিনামূল্যেই। নেওয়া হয় সাপ্তাহিক পরীক্ষাও। এমনকি ষান্মাসিক পরীক্ষায় পেতে হয় ৮০%। নাহলে অনুত্তীর্ণ হয় যাবেন পরীক্ষার্থী।

কিন্তু এসব কিছুর শুরু কোথা থেকে? এর নেপথ্যে আছেন ফারসি সাহিত্যের ছাত্র ইসমাইল হোসেন সিরাজী। গতানুগতিকতার বাইরে বেরিয়ে তিনি চেয়েছিলেন অন্য কিছু করতে। একদিন একটু ফেসবুক পোস্ট মারফত তিনি জানান, ভিনদেশি ভাষা শিখতে ও শেখাতে আগ্রহীরা যেন এই পোস্টে কমেন্ট করেন। কমেন্ট এসেছিল প্রায় ১৫০০টি। সেখানেই পেয়ে যান তাঁর মতো আরো আট-নয় জন সহযোদ্ধা কে। তারপরের ইতিহাসটা সবাই জানেন।  আগামী দুই বছরের মধ্যে তাঁরা চান সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুযোগ দিতে। এই ভাবেই এগিয়ে যেতে চান তাঁরা। কারও তহবিলের প্রত্যাশা না করেই। তাঁদের উদ্দেশ্য সফল হোক। অর্থ যেন শিক্ষায় বাধা না হয় আর।