মিডিয়ার পেশায় আসতে চান? ট্রেনিং দেবে টিকটক


টিকটক— নামটা শুনলেই অদ্ভুত কিছু ভিডিয়োর কথা মাথায় আসে আমাদের, সারাদিন যেগুলির ছড়াছড়ি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ইদানীংকালে যতই হাসি ঠাট্টা করা হোক না কেন ইন্টারনেটের নতুন সেনসেশন এই মোবাইল ভিডিয়ো অ্যাপ্লিকেশনকে নিয়ে, টিকে থাকতে টিকটক চেয়ে নেমেছে বেশ কোমর বেঁধেই। তার প্রমাণও পাওয়া যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আইআইএমসি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের সঙ্গে গাটছড়া বাঁধা এরই অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ।

গত ২৬শে অগাস্ট ২০১৯ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে টিকটকের তরফে জানানো হয়েছে যে, দেশজুড়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত নতুন মুখ বা তরুণ প্রজন্মকে পেশাগত ক্ষেত্রে প্রতিষ্ঠা করতেই আইআইএমসির সঙ্গে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা নিয়েছে তারা। সামগ্রিকভাবে দেশজুড়ে মিডিয়া ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে চলেছে রোজ। তার সঙ্গে এই পেশায় যাঁরা নতুন করে আসতে চান তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই নতুন পদক্ষেপ বলে জানানো হয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া কিভাবে দেশের মিডিয়ার ভবিতব্য নির্ধারণ করতে চলেছে সেই নিয়ে একটি বাস্তব চিত্রও তাদের সামনে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে দু’তরফেই।

আইআইএমসির সঙ্গে বাঁধা এই গাঁটছড়া অনুযায়ী টিকটক এবং আইআইএমসি যৌথভাবে একাধিক কর্মশালার আয়োজন করবে এই বিষয় এবং পেশার সঙ্গে যুক্ত পেশাদার, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে। এই কর্মশালাগুলি আয়োজিত হবে আইআইএমসির ছয়টি রিজিওনাল ক্যাম্পাসে।

মূলত অনলাইন সুরক্ষা সম্বন্ধে প্রচলিত ধারণা বদলাতে এবং কী করে আরও সুরক্ষিত ইন্টারনেট ব্যবহার করা যায়, সেই উদ্দেশ্যেই আরও উন্নত ‘ডিজিটাল সিটিজেন’ তৈরি করাযই এই প্রকল্পের লক্ষ্য বলে জানানো হয় টিকটক ইন্ডিয়ার পাবলিক পলিসি দপ্তরের তরফে। ‘নতুন’ মিডিয়ার কার্যকলাপ বুঝতে এই ধরনের কর্মশালা নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয় দুই তরফেই।