বিবাহ অনুষ্ঠান থেকে গণ-সংক্রমণ বিহারে, মৃত পাত্র, আক্রান্ত ৮০

গত এপ্রিল মাস। তখনও মহামারী এই আকার ধারণ করেনি ভারতে। দশ হাজারের গণ্ডি পেরোয়নি দেশ। বিশ্বে আক্রান্ত বড়জোর ১০-১৫ লক্ষ। সেই সময় সামনে এসেছিল দক্ষিণ কোরিয়ার এক চাঞ্চল্যকর ঘটনা। ডিয়েগু শহরে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে মাত্র একজনের থেকেই সংক্রমিত হয়েছিলেন কয়েকশো মানুষ। ‘পেশেন্ট-৩১’ এর সেই ঘটনাই এবার ঘটল ভারতে। বিহারে একটি বিবাহ-অনুষ্ঠানকে ঘিরে ছড়াল গণ-সংক্রমণ।

পাটনার পালিগঞ্জ ব্লকে সম্প্রতি ঘটেছে ঘটনাটি। বিবাহটি অনুষ্ঠিত হয়েছিল গত ১৫ জুন। বছর তিরিশের বরই গণ-সংক্রমকের ভূমিকা পালন করলেন সেখানে। হরিয়ানার গুরুগ্রামে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেন তিনি। সেখান থেকেই গত ১২ মে ফিরেছিলেন গ্রামে। তবে বিবাহের কিছুদিন আগেই তাঁর মধ্যে দেখা দিয়েছিল কোভিড-১৯ এর উপসর্গ। কিন্তু হাসপাতালে যোগাযোগ না করে, হাতুড়ে ডাক্তারের থেকে পরামর্শ নিয়েছিলেন তিনি। বিবাহের ঠিক দু’দিন পরই প্রকট হয় তাঁর উপসর্গ। পাটনা-AIIMS এ ভর্তির উদ্দেশ্যে রওনা দিলেও শেষ রক্ষা হয়নি। রাস্তাতেই প্রাণ হারান ওই যুবক। স্বাস্থ্যদপ্তরে বিষয়টি না জানিয়েই তাঁর দেহ দাহ করেন পরিবারের আত্মীয়রা। 

অন্যদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় অঞ্চলে। তাঁর আত্মীয়দের অনেকের মধ্যেই দেখা দেয় কোভিডের লক্ষণ। ১৯ জুন প্রথমে ১৫ জনের করোনা পজেটিভ আসে। বিষয়টির তদন্ত শুরু করেন সরকারি আধিকারিকেরা। সেখানেই সামনে আসে আরো এক আশ্চর্যকর তথ্য। সরকারি নিষেধ থাকা সত্ত্বেও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২৫০ জন অতিথি। রাতারাতি ঘুম উড়ে যায় স্বাস্থ্যদপ্তরের।

আমন্ত্রিতদের এবং তাঁদের সংস্পর্শের আসা ব্যক্তিদেরই এখন আলাদা করে চিহ্নিত করা হচ্ছে। এমনটাই জানান অঞ্চলের বিডিও চিরঞ্জীবী পাণ্ডে। গত সোমবার পর্যন্ত পজিটিভ এসেছে মোট ৮০ জনের কোভিড-১৯ রিপোর্ট। এখনো নজরদারিতে রাখা হয়েছে ৩০০ জনকে। সংগ্রহ করা হয়েছে তাঁদের লালারসের নমুনা।

এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে, মহামারীর আবহে মানুষের সচেতনতা নিয়ে। জানা গেছে ওই পাত্র-পাত্রী দু’জনেরই বাবা শিক্ষক। তাছাড়া তাঁরা নিজেরাও উচ্চশিক্ষিত। তারপরেও এমন অসতর্কতা এবং দায়িত্বজ্ঞানহীনতায় অবাক সকলে। উল্লেখ্য, এটিই বিহারের প্রথম গণ-সংক্রমণের ঘটনা। জেলা শাসকের নির্দেশে ওই পরিবারকে ৬.২৬ লক্ষ টাকার জরিমানা জমা দিতে বলা হয়েছে আগামী তিনদিনের মধ্যে। এই ঘটনার জেরে বিহারে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় যে অনেকটা বেড়ে গেল, তাতে সন্দেহ নেই। 

Powered by Froala Editor

আরও পড়ুন
এক দিনে করোনায় মৃত ৫০০-রও বেশি! নয়া রেকর্ড ভারতে

More From Author See More