বাড়ছে জলস্তর, ২০৫০ সালের মধ্যেই বিলুপ্তির পথে অধিকাংশ ম্যানগ্রোভ অঞ্চল

আমফান চলে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। এখনও স্মৃতি টাটকা সবার মনেই। কলকাতার ওপর দিয়ে বয়ে গেছে বীভৎস তাণ্ডব। কিন্তু সেই তেজ আরও বাড়তে পারত। হয়নি, তার একটাই কারণ— সুন্দরবন। ম্যানগ্রোভের এই বিশাল সম্ভার ঢালের মতো দাঁড়িয়েছিল। বিশ্বের নানা জায়গাতেই ম্যানগ্রোভ বনভূমি এভাবে বাস্তুতন্ত্র টিকিয়ে রাখছে। এবার তারাই প্রবল বিপদের মুখে। বিজ্ঞানীরা বলছেন, ২০৫০ সালের মধ্যেই পৃথিবীর একটা বড়ো অংশের ম্যানগ্রোভ অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। হারিয়েও যেতে পারে সেসব!

বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ‘সায়েন্স’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে এমন বিষয়ই তুলে ধরেছেন কয়েকজন বিজ্ঞানী। ক্রমশ বেড়ে চলা উষ্ণতা প্রভাব ফেলছে চারিদিকে। আর তার ফলেই পর্বত এলাকা ও মেরু অঞ্চলের বরফ গলছে। এই গলে যাওয়ার হার কিন্তু বাড়ছে। ফলত, পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রের জলস্তর। এটাই বিপদ ডেকে আনছে ম্যানগ্রোভের। এই মুহূর্তের হিসেব অনুযায়ী, জলস্তর বাড়ছে প্রায় ৪ মিমি প্রতি বছর। দূষণ, আর উষ্ণায়ন যে হারে হচ্ছে, তাতে এই পরিমাণটাও বাড়তে পারে অদূর ভবিষ্যতে। আর তখনই নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বহু ম্যানগ্রোভ অঞ্চল। প্রথমত, তাদের বৃদ্ধি ও বিস্তার থেমে যাবে; সেইসঙ্গে ওই অঞ্চলগুলিও জলের তলায় চলে যাবে। 

যদি এখনও সচেতন না হই, তাহলে ২০৫০-এই এমন ভয়ংকর দৃশ্য দেখতে চলেছি আমরা। ঝড়, জল, সুনামির হাত থেকে আমাদের রক্ষা করার কেউ থাকবে না তখন। যে পরিমাণে কার্বন নিঃসরণ হচ্ছে, সেখানেই প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা। কাজেই, যা করতে হবে এখনই করতে হবে। নাহলে, সর্বনাশ! 

Powered by Froala Editor

আরও পড়ুন
এগিয়ে এলেন সুন্দরবনের মহিলারাই, পরিবেশ দিবসে রোপণ করলেন ৫০০০ ম্যানগ্রোভ

More From Author See More