তুষারের নিজস্ব আলপনা: অলীক ছবি ক্যামেরাবন্দি করলেন ক্লজটভ

শীতকাল চলে এল বলে। ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় তুষারপাত শুরু হয়েছে। কিন্তু এই তুষারকণা কেমন দেখতে? একটা সাধারণ ছবি আমরা প্রত্যেকেই এঁকে থাকি তুষার বোঝাতে। কিন্তু এবার আরও নিবিড়ভাবে সেই ছবি তোলা হয়েছে। আর সেখানেই বোঝা গেছে তুষারের অদ্ভুত সৌন্দর্য।

ফটোগ্রাফার অ্যালেক্স ক্লজটভ এই বিশেষ ছবিগুলি তুলেছিলেন। ক্যামেরার বিশেষ কারুকার্যে, দক্ষতায় এবং যত্নে এই ছবিগুলি তুলেছিলেন। এক একটা বরফের কণাকে কি অদ্ভুত ভাবে ফ্রেমে ধরেছেন তিনি! আর তার থেকেও অদ্ভুত, তুষারের গঠন। কী নিপুণভাবে প্রতিটা আকার যত্ন করে তৈরি হয়েছে। সবটাই তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে। প্রতিটা গড়ন, প্রতিটা সূক্ষ্ম কাজ কতটা স্পষ্ট, কতটা সুন্দর— সবটা ধরা পড়েছে অ্যালেক্সের ক্যামেরায়। সত্যিই, প্রকৃতি কত নিপুণ কারিগর!