করোনা মোকাবিলায় দেশের সেরা জেলা হাসপাতাল এম আর বাঙ্গুর

সারা পৃথিবীর মতোই কলকাতাতেও করোনা অতিমারীর ঢেউ আছড়ে পড়ে আচমকাই। আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়ার সময় ছিল না। এই সময়েই বেশ কয়েকটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে স্থির করে দেয় রাজ্য সরকার। লড়াইটা সহজ ছিল না। প্রতিদিন কয়েকশো রোগীর ভিড় সামলাতে হয়েছে কোভিড স্পেশালিটি হাসপাতালগুলিকে। কিন্তু চিকিৎসকরা হাল ছেড়ে দেননি। আর প্রায় দেড় বছর পর সেই লড়াইয়ের স্বীকৃতি মিলল কেন্দ্রের তরফ থেকে। দেশের সমস্ত জেলা হাসপাতালগুলির মধ্যে প্রথম স্থানের স্বীকৃতি পেল এম আর বাঙ্গুর হাসপাতাল।

২০২০ সালের মার্চ মাস থেকেই বাঙ্গুর হাসপাতাল কোভিড স্পেশালিটি হাসপাতাল হিসাবে কাজ করে আসছে। দক্ষিণ কলকাতা এবং দক্ষিণের শহরতলির যাবতীয় চাপ এসে পড়েছে এই হাসপাতালের উপরেই। এর মধ্যে দেশের নানা হাসপাতালের বিরুদ্ধে রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠলেও বাঙ্গুর হাসপাতালের বিরুদ্ধে তেমন অভিযোগ ওঠেনি সেভাবে। বরং করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদাভাবে সাজিয়ে তোলা হয়েছে হাসপাতালের পুরনো ক্যাম্পাসটি। ফলে অন্যান্য রোগীদের থেকে করোনা রোগীদের দূরত্ব বজায় রাখাও সম্ভব হয়েছে। পাশাপাশি ভেন্টিলেশন থেকে শুরু করে সিসিইউ, আইসিইউ বেডের পর্যাপ্ত ব্যবস্থা করতেও সফল হয় বাঙ্গুর হাসপাতাল। এই সমস্ত বিষয়েই বাঙ্গুর হাসপাতালের প্রশংসা জানিয়েছে কেন্দ্রের নীতি আয়োগ দপ্তর। সোমবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে এসে পৌঁছায় সেই চিঠি।

বাঙ্গুর হাসপাতালের প্রশংসার পাশাপাশি করোনা মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তরেরও ভূয়সী প্রশংসা করেছে নীতি আয়োগ দপ্তর। রাজ্যের নানা প্রান্ত থেকে চিকিৎসকদের প্রয়োজন অনুযায়ী স্থানান্তর করার বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর দক্ষতার সঙ্গে কাজ করেছে বলেও উল্লেখ করেছে নীতি আয়োগ। নীতি আয়োগের তরফ থেকে এই সম্মানে উচ্ছ্বাস ব্যক্ত করেছেন বাঙ্গুর হাসপাতালের চিকিৎসকরা। এর আগে কেন্দ্রের পর্যবেক্ষক দলের কাছে প্রশংসা পেয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতাল। গতবছর তাঁরা বেলেঘাটা আইডি হাসপাতাল ঘুরে গিয়ে দিল্লিতে ভালো রিপোর্ট জমা দেন। আর এবার দেশের সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি পেল এম আর বাঙ্গুর। করোনা পরিস্থিতিতে সত্যিই এ এক বিরাট সাফল্য।

Powered by Froala Editor

আরও পড়ুন
বেসরকারি হাসপাতালে লাগামছাড়া বিল নয়, সীমা বেঁধে দিল কেরালা সরকার