আরব সাগরে ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়, বুধবার আঘাত হানবে ভারতের পশ্চিম উপকূলে

পশ্চিমবঙ্গকে কার্যত লণ্ডভণ্ড করে তাণ্ডব চালিয়ে গিয়েছিল আমফান। এখনো দগদগে সেই ক্ষত। সারা দেশ প্রত্যক্ষ করেছিল প্রকৃতির ধ্বংসলীলা। এবার আবারও একটি ঘুর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ভারতীয় ভূখণ্ডে। সেই ব্যাপারেই আগে থেকে সতর্ক করল ভারতের মৌসম ভবন। তবে এবার বঙ্গোপসাগরে নয়, ঘূর্ণাবর্তের উৎস আরব সাগর।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আরব সাগরের দক্ষিণপূর্ব ও মধ্যপূর্ব অঞ্চলে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে নিম্নচাপটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটি। ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে উপকূলের দিকে। পশ্চিম উপকূলের দুই রাজ্যে আঘাত হানতে পারে ৩ জুন, বুধবার। সতর্কতা জারি করা হয়েছে গুজরাট এবং মহারাষ্ট্রে। তবে কতটা শক্তিশালী হবে এই ঝড় তা এখনই বলা সম্ভব হচ্ছে না, জানিয়েছে মৌসম ভবনের ক্ষেত্রে।

আমফানের পূর্ব স্মৃতিকে মনে রেখেই আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্যগুলি। এই দুই রাজ্য ছাড়াও দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলিতে ২ থেকে ৩ জুন অবধি ভারী বৃষ্টিপাত হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। ঝড়ের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্রও। তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এরই মধ্যে জুনের ১ তারিখ থেকে কেরালা, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপের উপকূলবর্তী অঞ্চলেও বর্ষার আগমনে সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের। 

Powered by Froala Editor