প্রয়াত চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়, রেখে গেলেন অসংখ্য কালজয়ী সিনেমা

বিগত কয়েকমাসের মধ্যে ভারতীয় চলচ্চিত্র জগতের অনেক কিংবদন্তি ও নামী ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গেছেন। এবার সেই মন খারাপের সময় আরও দীর্ঘ হল। চলে গেলেন কিংবদন্তি চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ, ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 

‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘এক রুকা হুয়া ফ্যায়সলা’, ‘মঞ্জিল’— বাসু চট্টোপাধ্যায়ের কথা বলতে গেলে তাঁর একের পর এক কাজ উঠে আসবে আমাদের সামনে। একটা সময় বাংলা তো বটেই, ভারতীয় চলচ্চিত্র জগতে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি এবং তাঁর মতো আরও পরিচালক। বাসু চট্টোপাধ্যায়, বাসু ভট্টাচার্য এবং হৃষীকেশ মুখোপাধ্যায়— এই তিনজনের নাম একই সঙ্গে উঠে আসবে সিনেমার ইতিহাসে। সত্তর দশকের অ্যাকশন মুভির মধ্যিখানে তাঁর রিয়ালিস্টিক ছবি দর্শকদের অন্য স্বাদ দিয়েছিল। অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেব আনন্দ,  মিঠুন চক্রবর্তী— কাজ করেছেন সেরা অভিনেতাদের সঙ্গে। 

তবে বাংলা, বাঙালি এবং সিনেপ্রেমীরা বাসু চট্টোপাধ্যায়কে মনে রাখবেন আরও একটা কারণে। ‘ব্যোমকেশ বক্সি’ তাঁরই হাত ধরে দূরদর্শনের পর্দায় এসেছিল। রজত কাপুরের ব্যোমকেশ, আর কে কে রায়নার অজিত আজও সবার মুখে মুখে ফেরে। লকডাউনের মধ্যে আবারও পর্দায় ফিরেছিল সেই টিভি সিরিজ। আর ‘রজনী’? যেখানে দেখা গিয়েছিল শাহরুখ খান নামের এক তরুণ নবাগত অভিনেতাকে? যার পরিচয় আজ দেওয়ার দরকার নেই… 

এইভাবেই ভারতীয় চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করে গেছেন বাসু চট্টোপাধ্যায়। তাই তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। সমস্ত শিল্পী শ্রদ্ধা জানাচ্ছেন এই কিংবদন্তি পরিচালককে। আজই মুম্বইয়ের সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Powered by Froala Editor

More From Author See More