প্রথম ভারতীয় হিসাবে রিচার্ড ডিকেন্স পুরস্কারে ভূষিত হলেন জাভেদ আখতার

ভারতের মূলধারার কবিতা, গান বা চিত্রনাট্য, এই সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে তাঁর নাম। নামের সঙ্গে আগেই জুড়েছিল পদ্মশ্রী, পদ্মভূষণ, সাহিত্য অকাদেমির মতো সম্মান। এবার নতুন সংযোজন হল রিচার্ড ডকিন্স। প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কারে ভূষিত হলেন জাভেদ আখতার।

ধর্ম, রাজনীতি, মানবতা - এসব বিষয়ে জাভেদ আখতারকে সব সময়ই সক্রিয় ভূমিকায় দেখা যায়। এনআরসি, সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ থেকে তবলিঘি জমাত, ইসলামোফোবিয়া কিংবা মানবতাবাদী মূল্যবোধের জন্য বারবার সরব হয়েছেন তিনি। সমালোচনা করেছেন রাজনীতি এবং সমাজের বিবেচনা অথবা মূল্যবোধের অভাবের ব্যাপারে। নিজের মতামত স্পষ্টভাবেই প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। যার জন্য বিতর্কের কারণও হয়েছেন তিনি বারবার। বার বার আক্রমণের শিকার হয়েছেন। তবে নিজস্ব মতবাদ থেকে পিছিয়ে আসেননি কোনোদিন। আর ঠিক এই কারণেই ডিকেন্সের নামাঙ্কিত পুরস্কারে ভূষিত হলেন তিনি।

যৌক্তিকতা, ধর্মনিরপেক্ষতা এবং মূল্যবোধ। এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই এই পুরস্কার প্রদান করে রিচার্ড ডিকেন্স অ্যাকাডেমি। এর আগে এই পুরস্কার পেয়েছেন কিস্টোফার হিচেনস এবং বিল মাহের। ডিকেন্সের নামাঙ্কিত পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত জাভেদ আখতার। জানিয়েছেন, তাঁর অন্যতম প্রিয় লেখক এবং বিজ্ঞানীদের মধ্যে একজন ডিকেন্স। তিনি গর্বিত তাঁর এই স্মারক পুরস্কারের অধিকারী হতে পেরে। এই সুসংবাদ প্রকাশ্য আসার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে শাবানা আজমি, জোয়া আখতারসহ একাধিক তারকা।

Powered by Froala Editor