আগামী মাসেই পঙ্গপালের আক্রমণের সম্ভাবনা, সংকটের মুখে রাজস্থান

কথায় বলে, দুর্ভাগ্য কখনও একা আসে না। করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে সঙ্গেই তাই দেখা দিচ্ছে অন্যান্য সংকট। কৃষি ও শিল্পের উৎপাদন ব্যবস্থায় বড়সড় জটিলতা তৈরি হয়েছে পৃথিবীজুড়ে। এর মধ্যেই পঙ্গপালের উপদ্রব শুরু হয়েছে রাজস্থানে। আপাতত বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে কিছু পঙ্গপালকে। তবে এই পতঙ্গটি কখনওই একা থাকে না। তাই আশঙ্কা করা হচ্ছে, ফসলের সময় এলেই সমস্ত কৃষিজমির উপর ঝাঁপিয়ে পড়বে পঙ্গপালের দল।

পৃথিবীর সমস্ত কৃষকের কাছেই পঙ্গপাল এক বিভীষিকা। চোখের সামনে থেকে ফসল লুঠ করে নিয়ে যায় এই পতঙ্গ। এদের প্রতিরোধ করাও খুব সহজ কাজ নয়। সম্প্রতি আফ্রিকার কিছু দেশে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর পঙ্গপালের একটি দল। আর তার পরেই পঙ্গপালের আক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে রাজস্থানের জয়সলমির শহরের আশেপাশেও। স্থানীয় কালেক্টর নমিত মেহেতা আশঙ্কা প্রকাশ করছেন, আগামী মাসেই সেখানকার কৃষিজমির উপর আক্রমণ করতে চলেছে পঙ্গপাল।

গোষ্ঠীবদ্ধ এই ভয়ঙ্কর পতঙ্গকে প্রতিরোধ করা খুব সহজ কাজ নয়। তাই মি. মেহেতা লোকাস্ট কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছেন। সেইসঙ্গে সচেতন করা হয়েছে রাজ্যের কৃষি ও জলসেচ দপ্তরকেও। আগামী সপ্তাহেই এই তিনটি পরিষদ একটি বৈঠকের মাধ্যমে কর্মসূচি স্থির করতে চলেছে। সেইসঙ্গে বর্ডার সিকিওরিটি ফোর্সের কাছেও সাহায্য প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন মি. মেহেতা।