টেস্টটিউব বেবির অস্থিমজ্জা প্রতিস্থাপনে জয় থ্যালাসেমিয়া, ভারতে প্রথমবার

দাদা দীর্ঘদিন ধরেই আক্রান্ত থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য রোগে। বারবার রক্ত পরিবর্তনই যেখানে শেষ কথা চিকিৎসার। সেই দাদাকেই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল মাত্র এক বছরের শিশুকন্যা। দাদার জীবনে ত্রাতা হয়েই যেন আবির্ভাব এই বোনের।

অল্পা এবং সহদেব সিংহ সোলাঙ্কির বছর সাতেকের পুত্র সন্তান অভিজিৎ সিং সোলাঙ্কি জন্মলগ্ন থেকেই আক্রান্ত এই রোগে। কাজে মাস ঘোরার আগেই বদলাতে হয় তার রক্ত। কিন্তু পরিত্রাণ নেই কি এই সমস্যা থেকে? বহু চিকিৎসক, হাসপাতাল ঘুরেও সমাধান খুঁজে পাননি সোলাঙ্কি দম্পতি। তবে শেষ অবধি আহমেদাবাদের একটি ক্লিনিকের সন্ধান পান তাঁরা। যেখানে চিকিৎসক পরামর্শ দেন অস্থিমজ্জা প্রতিস্থাপনের। 

তবে প্রথম কয়েক চেষ্টার পরেও সফল হয়নি সেই প্রতিস্থাপন। বাবা-মা এমনকি নিজের দিদি, বোনের অস্থিমজ্জাতেও কাজ হয়নি অভিজিতের। কারণ অভিজিতের এইচএলএ অ্যান্টিজেনের সঙ্গে অন্যদের মিলছিল না অ্যান্টিজেনের গ্রুপ। আশা ছেড়েই দিয়েছিলেন তাঁরা। তবে শেষ চেষ্টা করে দেখতে চান আহমেদাবাদের সেই ক্লিনিক। চিকিৎসক পরামর্শ দেন টেস্টটিউব বেবি অর্থাৎ ইন-ভিট্রো ফার্টিলাইজেশনের শরণাপন্ন হতে। 

গত বছর মার্চে সোলাঙ্কি দম্পতির তৃতীয় সন্তান কাব্য জন্ম নেয়। জন্মানোর আগে চিকিৎসকরা নিশ্চিত করেছিলেন তাঁর অ্যান্টিজেনের গ্রুপ। কাব্যের দেহের অস্থিমজ্জার বিকাশের জন্য অপেক্ষা করতে হয় এক বছর। আর তারপরেই তার অস্থিমজ্জার প্রতিস্থাপনে রোগমুক্তি হল অভিজিতের। এমন ঘটনা গোটা ভারতে এই প্রথম। সন্তানদের সুস্থতা ফিরে পাওয়ায় আবেগপ্রবণ সোলাঙ্কি দম্পতি। অন্যদিকে থ্যালাসেমিয়া মেজরের চিকিৎসায় এই সাফল্য যেন খুলে দিল এক নতুন দিগন্ত...

Powered by Froala Editor