চন্দ্রাভিযানে যেতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর রাজা চারী, জানাল নাসা

১৯৬৯ সাল। প্রথমবারের জন্য চাঁদের মাটিতে পা রেখেছিল মানুষ। তার তিন বছর অর্থাৎ ১৯৭২ সালের মধ্যে বেশ করেকবার নাসার সৌজন্যে চাঁদে গেছে মানুষ। কিন্তু তারপর পেরিয়ে গেছে দীর্ঘ অর্ধশতক। অপেক্ষা করতে হয়েছে পরবর্তীবারের জন্য পৃথিবীর একমাত্র উপগ্রহে পৌঁছানোতে। তবে রেশ পড়তে চলেছে সেই অপেক্ষায়। ২০২৪ সালেই চন্দ্র অভিযানে মানুষ পাঠাতে চলেছে নাসা। আর সেই অভিযানেরই অংশ হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী রাজা চারী।

সম্প্রতি ১৮ জন নভোচারীর একটি প্রাথমিক দল বেছে নিয়েছে নাসা। তৈরি করেছে একটি বিশেষ আর্টেমিস টিম। উল্লেখ্য এই দল থেকেই পরবর্তী ধাপে বেছে নেওয়া হবে চন্দ্র অভিযানের জন্য প্রথম মহিলা নভোচারীকে। নির্ধারণ করা হবে তাঁর সহকারী পুরুষ সহযাত্রীকেও। আর সেখানেই সামিল হওয়ার সম্ভাবনা জিইয়ে রাখলেন ভারতীয় বংশোদ্ভূত রাজা চারী।

গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপস্থিতিতেই ঘোষণা করা হয় ১৮ জনের এই সদস্যতালিকা। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারে অষ্টম জাতীয় মহাকাশ কাউন্সিলে নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত।

৩৯ বছর বয়সী নভোশ্চর রাজা চারীর বাবা শ্রীনিবাস ভি ছিলেন ভারতের হারদ্রাবাদের বাসিন্দা। পরবর্তীকালে কর্মসূত্রে মার্কিন প্রদেশে ঠিকানা হয় তাঁর। রাজা চারীর বড়ো হয়ে ওঠা সেখানেই। ইউএস নাভাল টেস্ট পাইলট স্কুল থেকে পাশ করার স্নাতকোতর পড়েছেন মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান এমআইটিতে। বিষয় ছিল অ্যারোনটিক্স এবং অ্যাস্ট্রোনটিক্স। যুক্ত ছিলেন এফ-১৫ এবং এফ-৩৫ নির্মাণ কর্মসূচিতে। ২০১৭ সালে নাসার নভোশ্চর বাহিনীতে যোগ দেন রাজা চারী। তার আগে মার্কিন এয়ার ফোর্সে কর্নেল হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।

এর আগে নাসার মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন রাকেশ শর্মা, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামসের মতো ভারতীয় বংশোদ্ভূতরা নভোশ্চরেরা। এবার সেই তালিকাতেই হয়তো যুক্ত হতে চলেছে রাজা চারীর নাম। চাঁদে পা দিয়ে নতুন ইতিহাস রচনা হতে পারে তাঁর হাত ধরেই। মাঝে আর তিনটে বছর। চূড়ান্ত দুই অভিযাত্রীর নাম জানতে পারা এখন স্রেফ সময়ের অপেক্ষা...

Powered by Froala Editor

আরও পড়ুন
চাঁদের সূর্যালোকিত অংশেও রয়েছে জল, যুগান্তকারী তথ্য নাসার