আগামী আগস্টেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন কোহলিরা, সচল হতে চলেছে ক্রিকেট দুনিয়া

করোনা আবহে লকডাউন উঠে গেলেও থমকে রয়েছে দেশের পরিস্থিতি। প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ক্রিকেট দুনিয়াও। এবার অবসান হল সেই অপেক্ষার। আগামী আগস্টেই বাইশ গজে নামতে দেখা যাবে ভারতীয় ক্রিকেট টিমকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রস্তাবে শিলমোহর দিল বিসিসিআই। এখন শুধু অপেক্ষা ভারত সরকারের অনুমতির।

তিনটি ওয়ান-ডে এবং টি-২০ ম্যাচের সিরিজের আয়োজন করেছে শ্রীলঙ্কা। যাতে অংশ নিতে আগামী আগস্ট মাসেই শ্রীলঙ্কা সফরে পাড়ি দেবে ভারতীয় ক্রিকেট টিম। আশা করা হচ্ছে ততদিনে অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। পাশাপাশি সচল হবে পৃথিবীর আন্তর্রাষ্ট্র পরিবহণ এবং পর্যটন শিল্পও। ফলে অসুবিধা হবে না সিরিজের আয়োজনে।

অন্যদিকে এশিয়া কাপ আয়োজনের কথা ছিল সেপ্টেম্বরেই। কিন্তু আয়োজক দেশ হিসাবে পিছিয়ে এসেছে পাকিস্তান। বিকল্প হিসাবে আরব আমিরশাহী এবং শ্রীলঙ্কার নাম প্রস্তাবিত হয়েছিল। শেষ অবধি শ্রীলঙ্কাতেই হচ্ছে ছয় দেশের এই ট্যুর্নামেন্ট। তবে আইসিসির টি-২০ বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে এশিয়া কাপের সময়সূচী। আগামী মাসের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে আইসিসি। তবে তার আগেই ক্রিকেট দুনিয়াকে সচল করতে আগ্রহী ভারত এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। সেই ফাঁকে বড় ট্যুর্নামেন্টের প্রস্তুতিও নেওয়া হবে জাতীয় দলের। পরখ করে নেওয়া যাবে ক্রিকেটারদের ফর্মও। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বহুদিন পর পছন্দের খেলোয়াড়দের মাঠে দেখতে পাওয়ার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরাও।

Powered by Froala Editor

আরও পড়ুন
খেলরত্নের জন্য মনোনীত রোহিত, অর্জুন পুরস্কারের মনোনয়ন তালিকায় তিন ক্রিকেটার