খেলরত্নের জন্য মনোনীত রোহিত, অর্জুন পুরস্কারের মনোনয়ন তালিকায় তিন ক্রিকেটার

লকডাউনের জেরে থমকে রয়েছে ক্রীড়া-দুনিয়া। কিন্তু তার মধ্যেই ভেসে এল সুসংবাদ। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড মনোনীত করল রোহিত শর্মাকে। অন্যদিকে নিরজ চোপড়াও মনোনয়ন পেয়েছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে।

গত চার বছরের পারফরমেন্সের ওপর বিচার করেই রোহিতকে মনোনীত করেছে বোর্ড, জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। এই চার বছরে কার্যত রানের পাহাড় তৈরি করেছেন রোহিত। ২০১৭ থেকে ঝুলিতে ভরেছেন ৪টি টি-২০, ১৮টি ওয়ান-ডে সেঞ্চুরি। তার মধ্যে রয়েছে ৪টি দেড়শো রানের ইনিংশ। ২০১৯ বিশ্বকাপে সর্বাধিক রানের পাশাপাশি ছিল ৫টি শতরানের ঝকঝকে ব্যাটিং। ধারাবাহিকতার মাইলফলক স্পর্শ করার সঙ্গে একের পর এক রেকর্ড ভেঙেছেন হিটম্যান। ২০১৮ সালে শেষ ক্রিকেটার হিসাবে খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিরাট কোহলি। এবছরও খেলরত্ন ক্রিকেটেই আসবে, সে বিষয়ে আশাবাদী অনেকেই।

অন্যদিকে, এদিন ঘোষণা হয় অর্জুন পুরষ্কার প্রাপকদের মনোনয়ন তালিকাও। শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা এবং দীপ্তি শর্মা। মনোনয়ন পেয়েছেন এই তিনজন ক্রিকেটার। তবে এই তালিকায় জশপ্রীত বুমরার অনুপস্থিতি অবাক করেছে অনেককেই। গত তিন বছর বাইশগজের ফাস্ট বোলিংয়ে একাই রাজত্ব করেছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত কোনো পেসারের ভাগ্যেই জোটেনি এই সম্মান। এ-বছরও অধরা থেকে গেল সেই রেকর্ড।

Powered by Froala Editor