সমুদ্রের নিচে ডুবে যাওয়া জাহাজ থেকে উঠে এল কঙ্কাল, অবস্থা থেকে চমক গবেষকদের

দেখে মনে হবে কয়েক বছর আগে হয়তো মারা গেছেন। তাঁরই কঙ্কাল পড়ে আছে সামনে। কিন্তু আদতে তা নয় একেবারেই। গবেষণায় বেরিয়ে এল, কঙ্কালটি অন্তত দুই হাজার বছরের পুরনো! এই তথ্যটি সামনে আসতেই নড়েচড়ে বসলেন ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদরা। দুই হাজার বছরের পুরনো একটি দেহাংশ এতটা ভালো কী করে থাকতে পারে?


ঠিক এটাই ঘটেছে প্রাচীন অ্যান্টিকাইথেরা জাহাজে। সমুদ্রের নিচে থাকা এই জাহাজটির ধ্বংসাবশেষ নিয়ে প্রত্নতাত্ত্বিকদের গবেষণা দীর্ঘদিনের। খ্রিস্টপূর্বাব্দ প্রথম শতকের এই রোমান জাহাজটির থেকে অনেক প্রত্নবস্তুও পাওয়া গেছে। সেখানেই ২০১৬ সালে উডস হোল ওশানোগ্রাফিক ইন্সটিটিউশনের গবেষকরা পেলেন এই আস্ত নরকঙ্কাল। জাহাজটিরই কোনো যাত্রীর দেহ হবে, এটাই আন্দাজ করেছিলেন তাঁরা। কিন্তু খটকা ছিল একটা জায়গাতেই। কঙ্কালটি যে অবস্থায় পাওয়া যায়, সেটা যথেষ্ট ভালো। এত পুরনো জিনিস এত ভালো অবস্থায় পাওয়ার আশা করেননি প্রত্নতাত্ত্বিকরা। পরে পরীক্ষা করার পর জানা যায়, অন্তত ২,০৫০ বছর বয়স এই কঙ্কালের। 


এর আগেও গ্রিসের অ্যান্টিকাইথেরা দ্বীপের কাছে এই প্রাচীন জাহাজের ভগ্নাবশেষ থেকে অনেক কিছু পাওয়া গেছে। ঐতিহাসিকদের অনুমান, জুলিয়াস সিজারের সমসাময়িক এই জাহাজটি এশিয়া মাইনর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। এর ভেতর যথেষ্ট পরিমাণে সম্পদ ছিল, তা আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক সামগ্রী থেকেই বোঝা যায়। ১৯০০ সালে প্রথম এই জাহাজটির ভগ্নাবশেষ খুঁজে পান গ্রিক স্পঞ্জ ড্রাইভারদের একটি গ্রুপ। মার্বেলের মূর্তি, গয়না, প্রাচীন মুদ্রা, যন্ত্রাদি-সহ নানা সামগ্রী উদ্ধার হয়েছে। সেই সবই রাখা আছে এথেন্সের মিউজিয়ামে। দু’হাজার বছর পুরনো নরকঙ্কালটি সেই প্রত্ন বস্তুগুলির মধ্যেই অন্যতম বিশেষ জায়গা করে নিয়েছে। 

Powered by Froala Editor