সবুজ-মেরুনে সাজছে হাওড়া ব্রিজ, আই-লিগ জয়ী মোহনবাগানকে বিশেষ সম্মান

২০১৯-২০তেই শেষ আই-লিগ খেলা হয়ে গেছে মোহনবাগানের। এবার নতুন উদ্যোমেই পথ চলা শুরু আইএসএলে। জাতীয় লিগে খেলা শেষ মরশুমেও জয় নিশ্চিত করেছে মোহনবাগান। তবে করোনা পরিস্থিতি, লকডাউনের কারণে আর হয়ে ওঠেনি তার সেলিব্রেশন। চলতি মরশুমে আইএসএলে-এ পা দেওয়ার আগে সেই উদযাপনই করতে চলেছে শতাব্দীপ্রাচীন কলকাতার এই ক্লাব।

তবে মহামারীর কথা মাথায় রেখেই সমস্ত বিধি-নিষেধ মেনেই অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। দূরত্ববিধি বজায় রেখেই হবে পথযাত্রা, রোড শো। অন্যদিকে মোহনবাগানকে ঐতিহাসিক এই জয়ের শুভেচ্ছা দিতে হাওড়া ব্রিজও সেজে উঠবে সবুজ-মেরুনে। আগামী ১৮ এবং ১৯ অক্টোবর সন্ধে সাড়ে ৬টা থেকে রাত ১০টা অবধি হাওড়া ব্রিজ সাজবে এই আলোকসজ্জায়। কলকাতা পোর্টট্রাস্টের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষও। 

আগামী ১৮ তারিখ কলকাতার পাঁচ তারা হোটেল হায়াত রিজেন্সিতে মোহন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে আই-লিগের ট্রফি। সকাল ১১টা থেকে হবে বিশেষ কিছু অনুষ্ঠানও। তারপর পথে নামবে শোভাযাত্রা। কলকাতার বিস্তীর্ণ অঞ্চল ঘুরে ক্লাবের তাঁবুতেই শেষ হবে সেলিব্রেশন। তবে করোনার মহামারীর জন্য সমর্থকদের ভিড় না জমানোর জন্য অনুরোধ করেছে ক্লাব কর্তৃপক্ষ। থাকছে ফেসবুক লাইভের ব্যবস্থা। সেখানেই সমর্থকদের উপস্থিতি কামনা করেছে মোহনবাগান।

দলের সঙ্গে ছিন্ন হয়েছে তাঁর সম্পর্ক। তবুও এই ক্লাবের শেষ ঐতিহাসিক আই-লিগ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনিই। মোহনবাগানের প্রাক্তন কোচ কিভু ডিকুনহাও শুভেচ্ছা পাঠিয়েছেন মোহনবাগানের জন্য। বিজয়া-উদযাপনে সুদূর গোয়া থেকেও জুড়ে থাকতে চেয়েছেন তিনি। অনুষ্ঠানের ছবি এবং ভিডিও পাঠানোর জন্য অনুষ্ঠানের আগে থেকেই অনুরোধ করেছেন কিভু। 

শারদীয়ার সূচনার আগেই আরও এক উৎসব যেন শুরু হয়ে যাচ্ছে এই রোববার থেকেই। ফুটবলকে কেন্দ্র করেই ঢাকে কাঠি পড়বে তার আকাশ সেজে উঠবে সবুজ-মেরুনে...

Powered by Froala Editor

আরও পড়ুন
১৯১১ সালে মোহনবাগানের শিল্ড জয়ের কাহিনি ঠাঁই পাচ্ছে পাঠ্যপুস্তকেও

Latest News See More