করোনা যোদ্ধাদের সম্মান জানাতে আলোকিত হাওড়া ব্রিজ

১৬ই মে। এই দিনটি আন্তর্জাতিক আলোক দিবস হিসাবেই উদযাপিত হয় গোটা বিশ্বে। গতকাল শনিবার এই আলোক দিবসেই নতুন আলোয় ঝলমল করে উঠল হাওড়া ব্রিজ। রবীন্দ্রসেতুর এই নয়া রূপদান উৎসর্গ করা হল করোনা যোদ্ধাদের জন্য। চিকিৎসাকর্মীদের অক্লান্ত পরিশ্রমকে এভাবেই শ্রদ্ধা জানাল কলকাতা।

তাত্ত্বিক পদার্থবিদ্যায় সিমুলেটেড এমিশন বা লেসার নিয়ে গবেষণা বেশ কিছুকাল আগে শুরু হলেও, ১৯৬০ সালের ১৬ই মে প্রথম সফলভাবে কার্যকরী রূপদান সম্ভব হয়েছিল লেসারের। সেই থেকে এই দিনটিকে জাতিসংঘ আলোকদিবস হিসাবেই চিহ্নিত করে। বিজ্ঞান, সংস্কৃতি, শিক্ষা, উন্নয়ন এবং চিকিৎসা ব্যবস্থায় আলোর ভূমিকাকে মাথায় রেখেই বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি।

রবীন্দ্রসেতু কলকাতার ঐতিহ্য। কলকাতা এবং হাওড়ার মধ্যে মেলবন্ধন করে রেখেছে ৭৭ বছর ধরে। বছরভর বিভিন্ন উৎসবেই এই সেতুকে সাজিয়ে তোলা হয় রকমারি আলোয়। তবে করোনার আবহে স্তব্ধ হয়ে আছে মানুষের জীবনযাত্রা। আর এই দুই জমজ শহরের মধ্যেই সব থেকে বেশি ঘনিয়ে এসেছে মহামারীর ছায়া। তবে চিকিৎসকরা হাল ছাড়েননি। দাঁতে দাঁত চেপেই লড়ে যাচ্ছেন যুদ্ধ। আশার আলো দেখাচ্ছেন শহরবাসীকে। তাঁদেরকেই স্যালুট জানাতে এমন অভিনব উদ্যোগ নিল কলকাতা পোর্ট ট্রাস্টের। আলোয় আলোয় সাজিয়ে তুললো রবীন্দ্র সেতুকে। দুরাবস্থার মেঘ কেটে সুদিন ফুটে উঠবেই শীঘ্রই। আলোক দিবস পালনের মধ্য দিয়ে করোনা জয়ের সেই আশাই জাগিয়ে রাখল কলকাতা…

ছবি ঋণ- ডিএনএ ইন্ডিয়া