মনিব অসুস্থ, তাই ১৪ বছর ধরে রাস্তায় একাই ‘মর্নিং ওয়াক’ ঘোড়াটির

এখন লকডাউন, তাই সুযোগ হচ্ছে না তেমন। কিন্তু সকালে উঠে মর্নিং ওয়াকের অভ্যাস আমাদের অনেকের। পথে যেতে যেতেই কতজনের সঙ্গে আলাপ পরিচয়। যদি দেখেন, হঠাৎ আপনার মর্নিং ওয়াকের সঙ্গী হয়েছে একটি ঘোড়া, কী করবেন? না, সহিসের সঙ্গে নয়। নিজের খেয়ালেই সে ‘মর্নিং ওয়াক’ করছে। অবাক হলেও, জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে বিগত ১৪ বছর ধরে এমনই ঘটনা ঘটে চলেছে।

সকাল হতেই লোকজনেরা বেরিয়ে পড়ে রাস্তায়। কেউ একটু হেঁটে নেন, কেউ নিজের পোষ্যকে নিয়ে একটু ঘুরে আসেন। কারোর আবার অফিস যাওয়ার তাড়া। তারই মধ্যে হেঁটে চলে যাচ্ছে একটি সাদা ঘোড়া। সেও সকালবেলা একটু হেঁটে নিচ্ছে শহরে। হাঁটা শরীরের পক্ষেও ভালো। রোজ ১২ মাইল হেঁটে ঘোড়াটি চলে যায় নিজের আস্তানায়। ১৪ বছর ধরে ঘোড়াটি হেঁটে যাচ্ছে ফ্র্যাঙ্কফুর্টের রাস্তায়।

add

ঘোড়াটির নাম জেনি। একটা সময় সে তার মনিব ওয়ের্নার ওয়েশেডেলের সঙ্গে বেরোত। সঙ্গে থাকত ওয়ের্নারের স্ত্রী ও তাঁর একটি ঘোড়া। সেই ঘোড়াটি মারা গেছে; এদিকে মনিবেরও বয়স হয়েছে। আগের মতো আর বেরোতে পারেন না। তাই জেনি একাই সকালবেলা রাস্তায় বেরিয়ে পড়ে। আজ ফ্র্যাঙ্কফুর্টের অনেক বাসিন্দাদের কাছেই সে পরিচিত। প্রতিদিন সকালে জেনির সঙ্গেই সময় কাটে তাঁদের, তাকে খাবারও দেন কেউ কেউ। সব মিলিয়ে জার্মানির রাস্তায় ভরপুর এক সংসার তার।