মেঘের মধ্যে লুকিয়ে মন্দির, চিনের এই পাহাড়শীর্ষই কি স্বর্গ?

চারিদিকে ধু ধু মেঘ। সামনে তাকালে, একটা খাড়া পাহাড় উঠে গেছে মেঘেদের দিকে। যেন রূপকথার গল্পের দৈত্যের বাড়ির মতো। কী আছে তবে ওই চূড়ায়? রহস্য বাড়ে। একসময় মেঘ কাটলে, চোখে পড়ে সাদা বাড়িটা। শান্ত। মেঘের কোলে এক টুকরো আশ্রয়। না, এটা কোনও কল্পকথা হচ্ছে না। এই গল্প চিনের রেড ক্লাউড গোল্ডেন সামিটের।

রেড ক্লাউড সামিট আসলে একটি বৌদ্ধ মন্দির। অবশ্য একটি নয়, পাশাপাশি দুটি মন্দিরের অবস্থান এখানে। জায়গা নির্বাচন যে কতটা সঠিক, সেটা এখানে গেলে বা ছবি দেখলেই বোঝা যাবে। দক্ষিণ-পশ্চিম চিনের উলিং পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফানজিঙ্গে অবস্থান এটির। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৫০০ মিটার উঁচু এই জায়গার সর্বত্রই এক অপার শান্তি বিরাজ করে। চারিদিকে মেঘের সারির মধ্যেই মাঝে মাঝে উঁকি দেয় সামিটের সাদা বাড়ি। মেঘেদের মধ্যে দিয়ে যেতে যেতে শান্ত ভাবটা কখন যে ছোঁয়াচে হয়ে আপনারও ভেতরে ঢুকে যাবে, ধরতে পারবেন না।

২০১২ সালে রেড ক্লাউড সামিট ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায়। শত শত বছর ধরে এই বৌদ্ধ মন্দির বহু মানুষের আকর্ষণের কেন্দ্র হয়েছে। সে বৌদ্ধ ভিক্ষুক হোক, বা সাধারণ পর্যটক। মেঘেদের দেশের ভেতর দিয়ে সেই যাত্রার স্বাদ নিতে পারেন আপনিও।

More From Author See More