গ্রিনল্যান্ডের সমুদ্রে ভেসে চলেছে প্রকাণ্ড বরফের খণ্ড। হ্যাঁ, বিশ্ব উষ্ণায়নের প্রকোপে হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে সেটি ভেসে বেড়াচ্ছে সমুদ্রে। মোটরচালিত নৌকায় চেপে সেদিকেই বন্দুক তাক করলেন এক ব্যক্তি। তারপর গুলি চলল একের পর এক। কিন্তু হঠাৎ ভাসমান বরফে গুলি চালালেন কেন ওই ব্যক্তি?
এক কথায় উত্তর দেওয়া যায় ‘শিকার’। ভাবছেন জমাট বাঁধা বরফের টুকরোর মধ্যে কোনো প্রাণী লুকিয়ে আছে বুঝি। কিন্তু ব্যাপারটা একেবারেই তেমন নয়। বরং, শ্বেতশুভ্র ওই বরফই এখানে মানুষের শিকার। ‘হিমবাহ শিকার’ (Iceberg Hunting)। হ্যাঁ, গ্রিনল্যান্ডে (Greenland) গেলে এমনই অদ্ভুত এক পেশার সন্ধান মিলবে। ওই বরফ শিকারের জন্যই স্থানীয় হিমবাহ শিকারিরা পাড়ি দেন প্রায় তিরিশ মাইল পথ। কিন্তু এই শিকার অভিযানের কারণ কী?
ইতিহাস বলছে, গ্রিনল্যান্ডে জমে থাকা প্রকাণ্ড হিমবাহগুলির আনুমানিক বয়স কমপক্ষে ১০ হাজার বছর। ফলত, এই হিমবাহের মধ্যেই পরিবেশের বিশুদ্ধতম জল সঞ্চিত রয়েছে বলেই মনে করেন গবেষকরা। পাশাপাশি গুণগত মানের কারণেও এই বরফের চাহিদাও আকাশছোঁয়া বাজারে। মূলত ওয়াইন থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় এই বরফগলা জল। ব্যবহৃত হয় পানীয় জল হিসাবেও। গ্রিনল্যান্ডের স্থানীয় দোকানগুলিতে যার এক একটি বোতলের দাম ধার্য হয় প্রায় ১০ ডলার।
তবে এই বরফ সংগ্রহের প্রক্রিয়াও খুব একটা সহজ নয়। সমুদ্রে ভাসমান থাকায়, বরফখণ্ডের উপরিতল লবণের সংস্পর্শে আসে। তাই ডিঙিতে তোলার পর অত্যন্ত সতর্কভাবেই ব্রাশ করা হয় গোটা বরফখণ্ডটিকে। তারপর হাতুড়ি দিয়ে ছোটো ছোটো টুকরে ভেঙে সংরক্ষিত করা হয় ব্যারেলে। পরিসংখ্যান বলছে, গ্রীষ্মকালে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রায় ৮ লক্ষ লিটার বরফ সংগৃহীত হয় গ্রিনল্যান্ড থেকে। বর্তমানে শুধু গ্রিনল্যান্ডই নয়, হিমবাহ-গলা জল সরবরাহিত হয় থাইল্যান্ড, যুক্তরাজ্যের মতো দেশেও।
আরও পড়ুন
গ্রিনল্যান্ডের বুকে বৃষ্টিপাত, ইতিহাসে প্রথমবার
কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায়, এই বরফ শিকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে না পরিবেশ? তা নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া রয়েছে পরিবেশকর্মীদের মধ্যেও। তাঁদের একটা বড়ো অংশই সমর্থন করেন না এই পেশাকে। কিন্তু অস্বীকার করার জায়গা নেই, শিকারিরা অখণ্ড হিমবাহকে আঘাত করেন না কখনোই। বরং, উষ্ণায়নের প্রভাবে হিমবাহ থেকে খসে পড়া খণ্ডগুলিই শিকারের লক্ষ্য তাঁদের। আর ভাসতে ভাসতে সেইসব খণ্ড আর্কটিক অঞ্চলের বাইরে চলে এলে তাদের স্থায়িত্ব থাকে মাত্র কয়েক ঘণ্টা। ফলত, লবণাক্ত জলে মিশে যাওয়া আগে তা সংগ্রহ করলে আদৌ কি ক্ষতি হয় প্রকৃতির? জানা নেই। তবে এই জীবিকা নিয়ে বিতর্ক চলছে আজও…
আরও পড়ুন
গ্রিনল্যান্ডের বরফের চাদর গলিয়ে দিচ্ছে আণুবীক্ষণিক জীব, চাঞ্চল্যকর রিপোর্ট
Powered by Froala Editor
আরও পড়ুন
গ্রিনল্যান্ডের হিমবাহের আড়ালে লুকিয়ে রয়েছে ১০০০ কিমি দীর্ঘ নদী!