সাহারায় তৈরি হবে ‘গ্রেট গ্রিন ওয়াল’, মরুভূমির অগ্রগতি রুখতে প্রকল্প

বছর ৫০ আগেও সাহারা মরুভূমির মধ্যে মাঝে মাঝেই দেখা যেত সবুজ মরুদ্যান। এখন আর সেসব প্রায় দেখাই যায় না। বরং সাহারা মরুভূমির আয়তনই বেড়ে চলেছে ক্রমশ। ধীরে ধীরে শুষ্কতা এগিয়ে চলেছে দক্ষিণের দিকে। তবে এই প্রাকৃতিক আগ্রাসন রুখতেই সাধারণ মানুষরা তৈরি করতে চলেছেন একটি সবুজ দেয়াল। অর্থাৎ সারি সারি অসংখ্য একাশিয়া গাছ। এই গাছের দেয়াল পেরিয়ে মরুভূমি আর এগিয়ে আসতে পারবে না।

২০০৭ সালে আফ্রিকা মহাদেশের ১১টি দেশ মিলে তৈরি হয় এই প্রকল্প। শুধুই পরিবেশ সচেতনতা নয়, তার সঙ্গে কর্মসংস্থানেও পথ দেখাচ্ছে এই প্রকল্প। সাভানা অঞ্চলের অসংখ্য আদিবাসী, যাঁরা প্রকৃতির মধ্যেই বেঁচে এসেছেন এতদিন, তাঁরাই দায়িত্ব তুলে নিলেন নিজেদের কাঁধে। তবে সব মিলিয়ে এমন একটা প্রকল্প সফল করতে গেলে যথেষ্ট অর্থের প্রয়োজন। আর সেখানেই বারবার পিছিয়ে আসতে হয়েছে উদ্যোক্তাদের। ২০১৯ সালের হিসাব বলছে, ১২ বছরে প্রকল্পের মাত্র ১৫ শতাংশ কাজ এগিয়েছে।

এবার এই অভিনব প্রকল্পের জন্যই অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিল পৃথিবীর উন্নত দেশগুলির একাংশ। প্যারিসে অনুষ্ঠিত ‘ওয়ান প্ল্যানেট সামিট ফর বায়োডাইভার্সিটি’-তেই ঠিক হয়ে গিয়েছে এই সিদ্ধান্ত। অর্থনৈতিক সাহায্যের সবচেয়ে বড়ো প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স সরকার। পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আফ্রিকান ডেভালাপমেন্ট ব্যাঙ্কও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে ১৪ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করা হয়েছে। আর এই অর্থে আগামী ১০ বছরের মধ্যেই গ্রেট গ্রিন ওয়াল প্রকল্পের কাজ আরও ৩০ শতাংশ এগিয়ে যাবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। আফ্রিকার বিরাট অরণ্যভূমিকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ সত্যিই জরুরি।

Powered by Froala Editor

More From Author See More