উচ্চতা ৯ ফুট ৬ ইঞ্চি, এখনও লম্বা হয়ে চলেছেন এই ব্যক্তি

দিন কয়েক আগের কথা। ঘানার (Ghana) এক স্থানীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন তিনি। আর চেক-আপের সময় তাঁর উচ্চতা মাপতে গিয়েই চমকে ওঠেন নার্সরা। ৯ ফুট ৬ ইঞ্চি। অর্থাৎ, ২.৮৯ মিটার। তবে এই প্রথম নয়। কয়েক মাস ছাড়া ছাড়াই তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতে হাজির হন সংশ্লিষ্ট হাসপাতালে। তবে শেষবার যখন হাজিরা দিয়েছিলেন তিনি, তখন তাঁর উচ্চতা ছিল ৮ ফুট সাড়ে ৩ ইঞ্চি। অর্থাৎ, মাস সাতেকের মধ্যেই এক ফুটেরও বেশি উচ্চতা বেড়েছে তাঁর!

সুলেমান আব্দুল সামেদ (Sulemana Abdul Samed)। স্থানীয়দের কাছে তিনি পরিচিত আউচে নামে। উত্তর ঘানার এই বাসিন্দাই বর্তমান বিশ্বের দীর্ঘতম মানব। অবশ্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পাননি তিনি। আসলে গিনেস বুকের রেকর্ড অনুযায়ী, বিশ্বের দীর্ঘতম মানুষ তুরস্কের সুলতান কোসেন। যাঁর উচ্চতা ২.৫১ মিটার। তবে সাম্প্রতিক সময়ে সুলতানকেও ছাপিয়ে গেছেন সুলেমান এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। যদিও সুলেমানের প্রকৃত উচ্চতা ঠিক কত, তা নিয়ে সন্দেহ রয়েছে স্বাস্থ্যকর্মীদেরও। কারণ, এতদিন পর্যন্ত যে যন্ত্রের মাধ্যমে তাঁর উচ্চতা মাপা হত, এখন সেই স্কেলকেও ছাড়িয়ে গেছেন তিনি। ফলে, বাধ্য হয়েই ১৬ ফুটের ফিতে দিয়ে তাঁর উচ্চতা মাপেন নার্সরা। তাতে সামান্য হলেও ভুল হওয়ার সম্ভাবনা তো থেকেই যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, মাত্র কয়েক মাসের মধ্যেও এত দ্রুত বৃদ্ধি হতে পারে মানুষের?

আসলে সুলেমান আক্রান্ত এক বিশেষ রোগে। যার নাম ‘জাইগেন্টিজম’। আউচের বয়স যখন ২২ বছর তখনই প্রথম এই রোগের প্রভাব দেখা যায় তাঁর মধ্যে। আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছিল তাঁর জিভ। শুরু হয়েছিল শ্বাসকষ্ট। এর কয়েকদিনের মধ্যে ক্রমাগত বাড়তে থাকে তাঁর শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও। পরবর্তীতে চিকিৎসকদের কাছে গেলে ধরা পড়ে ‘মারফান সিনড্রোম’ নামে একটি বিশেষ ব্যধি। যা জিনগত সমস্যা। মস্তিষ্ক থেকে একটি বিশেষ হরমোন ক্ষরণের কারণে, দেহের বিভিন্ন অঙ্গ সংযোগকারী কোষগুলির মধ্যেই অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায় এই রোগের প্রভাবে। 

একমাত্র মস্তিষ্কে অস্ত্রোপচার করলে তবেই এই আশ্চর্য রোগ থেকে মুক্তি পাবেন সুলেমান, জানাচ্ছেন চিকিৎসকরা। অবশ্য ঘানার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নেই এই পরিকাঠামো। এমনকি এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থেরও। তাও নিয়ে তাঁর পরিবারের কাছে। বলতে গেলে যেন নিরুপায় হয়েই ভাগ্যের কাছে ধরা দিয়েছেন তিনি। অবশ্য এই দীর্ঘ উচ্চতার জন্য গ্রামে রীতিমতো জনপ্রিয় তিনি। তাঁর চিকিৎসার তহবিল তৈরিতে দীর্ঘদিন ধরেই মাঠে নেমেছিলেন পাড়া-প্রতিবেশীরা। এবার ‘দীর্ঘতম মানব’-এর তালিকায় তিনি জায়গা করে নেওয়ায় উৎসবে মেতেছে ঘানার উত্তরাঞ্চল…

Powered by Froala Editor