মাত্র ৩০ বছরেই জঙ্গলের ঘনত্ব দ্বিগুণ, কোথায় জানেন?

ধরুন, ঘুম থেকে উঠে কোনো কারণে আপনার মন খারাপ। হঠাৎ কানে এল এক সুখবর। এই খবরটা কি আপনার মন খানিকটা হলেও ভালো করতে পারে? হ্যাঁ, গোটা বিশ্বে অরণ্য বিনাশের হাহাকারের মধ্যেই শোনা গেল এক নতুন খবর। কোস্টা রিকায় জঙ্গলের ঘনত্ব গত তিরিশ বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে।

১৯৪০ সালে দেশটি ৭৫% জুড়ে ছিল জঙ্গল। বিশাল সংখ্যক গাছ কাটার ফলে, ১৯৮৩-র মধ্যে সেই সংখ্যা নেমে চলে আসে মাত্র ২৬%-এ। নড়েচড়ে বসে সরকার। নিয়মের কড়াকড়ি বাড়িয়ে, গাছ কাটা নিষিদ্ধ করে ৩০ বছরের মধ্যে জঙ্গলের ঘনত্ব দ্বিগুণ করে নিল কোস্টা রিকা। সম্প্রতি একটি সমীক্ষা থেকে জানা গেছে, বর্তমানে ওই দেশের ৫২% জঙ্গলে পূর্ণ।

পরিবেশ নিয়ে যেখানে সারা পৃথিবীজুড়ে চিন্তা বাড়ছে, সেখানে কোস্টারিকা নজির সৃষ্টি করল। সরকার উদ্যোগ নিলে কী না হয়!