একদিকে করোনার আক্রমণে বিপর্যস্ত সমস্ত পৃথিবী, অন্যদিকে প্রকৃতিও যেন আক্রমণের জন্য উন্মুখ হয়ে উঠেছে। এর মধ্যেই উত্তরাখণ্ডের ৬ হেক্টর বনভূমি পড়ল দাবানলের কবলে। শনিবার রাত শ্রীনগরের কাছে পাউড়ি ঘারোয়াল জেলায় আগুন লাগে অকস্মাৎ। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বনাঞ্চলে। যদিও এখনও অবধি কোনো বন্যপ্রাণীর মৃত্যুর খবর নেই।
এখনও অবধি বনবিভাগের অনুমান, প্রাকৃতিক কারণেই আগুন লেগেছে। গ্রীষ্মের শুরুতে হঠাৎ উষ্ণতা বৃদ্ধি এবং তাপপ্রবাহের ফলে এমন ঘটনা ঘটেই থাকে। এবছরও এমন ঘটনা প্রথম নয়। গত চারদিনে ২৩টি ছোটো-বড়ো দাবানল দেখা গিয়েছে উত্তরাখণ্ডের বনাঞ্চলে। তবে সেগুলো কোনোটাই এত মারাত্মক ছিল না। তাই দমকলের কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এক্ষেত্রে দমকলের যে কয়েকটি গাড়ি উপস্থিত হয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাই আরও গাড়ি আনার প্রয়োজন, জানিয়েছেন ফরেস্ট অফিসার অনিতা কানোয়ার।
প্রতি বছরই গ্রীষ্মের শুরুতে বনে আগুন লাগার ঘটনা ঘটে। গতবছর উত্তরাখণ্ড রাজ্যে সব মিলিয়ে ২০০০ হেক্টর বনভূমি আগুনের কবলে ক্ষতিগ্রস্ত হয়। এবছর যদিও ঘটনার ঘনঘটা অন্য বছরের তুলনায় কম। কিন্তু ক্রমশ উষ্ণতা বৃদ্ধির ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে রাজ্য সরকার এবং বনবিভাগের বিরুদ্ধে উপযুক্ত সুরক্ষার বন্দোবস্ত না নেওয়ার অভিযোগও উঠেছে।