রাতারাতি ধসে পড়ল পাঁচটি বাড়ি, মৃত ১; বিক্ষোভ অণ্ডালে

গতকাল রাতেও সেখানে ছিল পাঁচটি বাড়ি। রাতারাতি মাটির নিচে তলিয়ে গেল সব। দুর্গাপুরের অন্ডালের নিকটবর্তী বেনিয়াডি অঞ্চলে ঘটেছে এই ঘটনা। ইসিএলের পরিত্যক্ত কোয়ার্টার অঞ্চলে আচমকা ধসের ঘটনায় ঘুমের মধ্যেই প্রাণ হারিয়েছেন এক মহিলাও।

মূলত অবৈধ কয়লা খননের কারণেই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে এমন ধসের ঘটনা ঘটে। আগে থেকেই এমন সম্ভবনার কথা সন্দেহ করেছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবি জানানো হলেও তাঁরা এই কথায় কর্ণপাত করেননি।

এদিকে আবাসনের পাশেই একফালি জমিতে বাড়ি বানিয়ে থাকতে শুরু করেছিলেন শেখ মিরাজ। গতকাল রাতেও তিন সন্তান এবং স্ত্রী শাহনাজ বিবিকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ চারদিক নড়ে উঠলে শেখ মিরাজ সন্তানদের নিয়ে বেরিয়ে আসেন বাড়ি থেকে। কিন্তু শাহনাজ বিবি বেরোতে পারেননি। ঘুমন্ত অবস্থাতেই তিনি তলিয়ে গেলেন জ্বলন্ত গহ্বরে।

এদিকে পরিত্যক্ত কোয়ার্টারেই থাকেন ১৬টি পরিবার। এছাড়াও ২৪০টি বাড়ি আছে বিপজ্জনক এলাকার মধ্যেই। ফলে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক এবং উত্তেজনা। সকালে এই ঘটনার কথা জানাজানি হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষ। মৃতদেহ আটকে রেখেও চলে বিক্ষোভ। ইসিএল কর্তৃপক্ষ উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা না করলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।

আরও পড়ুন
২৬০০ ফুটের খাড়াই সিঁড়ির ওপরে কেটেছে ২০০ বছর, অবশেষে পুনর্বাসন গ্রামবাসীদের

Powered by Froala Editor

আরও পড়ুন
বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লির তুঘলকাবাদ বস্তিতে, ছাই হয়ে গেল সহস্রাধিক ঘর

More From Author See More