প্রয়াত অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এন্নিও মরিকোনে, বিশ্বজুড়ে শোকের ছায়া

আবারও ইন্দ্রপতন হলিউডে। চলে গেলেন অন্যতম কিংবদন্তি সঙ্গীত পরিচালক এন্নিও মরিকোনে। একটা সময় তাঁর সুর, তাঁর ছন্দ মাতিয়ে রেখেছিল অস্কার, গ্র্যামির মঞ্চ। সেই সুরই থেমে গেল আজ সকালে। ৯১ বছর বয়সে প্রয়াত হলেন এই ইতালীয় মায়েস্ত্রো।

গান এবং ফুটবল— এই দুটোই সমানভাবে শুরু হয়েছিল এন্নিও’র জীবনে। একটা সময় ইতালির অন্যতম পরিচিত ক্লাব এ এস রোমায় খেলতে শুরু করেছিলেন। ভালোই এগোচ্ছিল ফুটবলটা; কিন্তু মন ভরছিল না তাঁর। গান, অর্কেস্ট্রা, সুর তাঁকে টানছিল বারবার। শেষমেষ খেলার মাঠ ছেড়ে বেছে নিলেন সুরের জগতকে। আর সেখানেই তৈরি করলেন একের পর এক যুগান্তকারী কাজ। ইতালির অর্কেস্ট্রা ও অপেরা দলের সঙ্গেই কাজ করতে শুরু করেছিলেন। ধীরে ধীরে নিজের সঙ্গীতের দুনিয়া তৈরি হয়।

হলিউড, ইতালির সিনেমা জগত— সব মিলিয়ে ৫০০টিরও বেশি মিউজিক স্কোর তৈরি করেছেন এন্নিও। ‘দ্য মিশন’, ‘দ্য হেটফুল এইট’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়েস্ট’— একের পর এক সিনেমায় কাজ করেছেন তিনি। আর সেসবই জায়গা পেয়েছে ইতিহাসের পাতায়। অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোব, ইতালিয়ান গোল্ডেন গ্লোব, বাফটা, সিলভার রিবন-সহ বিশ্বের প্রায় সব সেরা পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ হল ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’। গ্র্যামির হল অফ ফেম তো বটেই, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা সঙ্গীত হিসেবে ধরা হয় একে। ১৯৭৮ ফিফা ফুটবল বিশ্বকাপের থিম সং তাঁরই সৃষ্টি। ২০১৬ সালে ৮৭ বছর বয়সে শেষ অস্কারটি জেতেন। তাঁর মৃত্যুতে বিশ্ব সঙ্গীতের একটা অধ্যায় শেষ হল তা বলাই যায়।       

Powered by Froala Editor

আরও পড়ুন
পৃথিবীর অন্যতম সেরা, 'ডিলানের প্রতিদ্বন্দ্বী', কোন অবসাদে আত্মহনন ফিল ওকসের?