হাজার ছাড়াল সংখ্যা, পশ্চিমবঙ্গে করোনা-আক্রান্ত ১২৬৯ জন!

করোনার আক্রমণে জেরবার ভারত। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সাংবাদিক সম্মেলনে এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

রোজকার মতো আজকেও করোনা সংক্রান্ত তথ্য জানানোর জন্য হাজির হন মুখ্যসচিব। তখনই এমন ঘোষণা করেন তিনি। রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র কোভিড-১৯’র কারণেই মৃত্যু পঞ্চাশ ছাড়িয়েছে। সব মিলিয়ে মোট ১২৬৯ জন করোনা আক্রান্ত রয়েছে রাজ্যে। মুখ্যসচিব এও জানান, এখনও অবধি রাজ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ২১৮ জন। ডাক্তাররাও সম্পূর্ণ চেষ্টা করছেন।

গতকাল, অর্থাৎ ৩ মে’র রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৩ জন। এখন তা বেড়ে ১২০০! এমন পার্থক্য কী করে হল? এখানে রিপোর্টিংয়ের পদ্ধতির জটিলতার কথাই বললেন রাজীব সিনহা। তার ফলে অনেক তথ্য নথিভুক্ত হয়নি। সেই সব সমস্যা দূর করেই এই রিপোর্ট আজ প্রকাশ করা হল। আপাতত লকডাউন যাতে কড়াভাবে সবাই মেনে চলেন, তার কথাই বলছে প্রশাসন।

More From Author See More