রং-বেরঙের ম্যানহোলে সেজে উঠছে জাপান, হচ্ছে উৎসবও

বাড়ির দেওয়ালে গ্রাফিত্তি বা দেওয়াল-লিখন হোক, বা হালের কলকাতায় ইলেকট্রিক মিটার বক্সের গায়ে অলংকরণ— পথচলতি জীবনে এইসব দেখে এসেছি আমরা। চোখকেও আরাম দিয়েছে সেইসব। কিন্তু ম্যানহোলের ঢাকনায় যদি এমনটা থাকে! শুনে অবাক হচ্ছেন তো? ঠিক এই ব্যাপারটাই ঘটেছে জাপানে।

দেওয়াল, বাড়ি, পার্ক— এইসব কিছু ছেড়ে ম্যানহোলের ঢাকনাকে ক্যানভাসে পরিণত করেছেন জাপানের একদল শিল্পী। বিংশ শতাব্দীর মাঝের সময় থেকেই জাপানের বেশ কিছু জায়গায় বিশেষ জ্যামিতিক আকারের ওই ঢাকনাগুলি তৈরি করা হয়েছিল। তাতে জ্যামিতিক আকারের পাশাপাশি থাকত বিভিন্ন প্রাণীর ছবি। সেই পুরনো ঢাকনাগুলোর প্রাণ ফেরানোর কাজে উদ্যোগ নিয়েছিলেন ইয়াসুতাকে কামেদার। জাপানের এই সরকারি আমলার মস্তিস্কপ্রসূত ভাবনাই আজকের এই রংবেরঙের ছবির সৃষ্টি করেছে। সাধারণত কোনও একটি শহরের প্রতীক, কোনও বিশেষ ঘটনা, নানা প্রাণীর ছবি দিয়ে তৈরি হচ্ছে এই ঢাকনাগুলি। সেখানে জায়গা পেয়েছে বিভিন্ন কার্টুন চরিত্রও। তারপর সেইমত রং করে ঠিক জায়গামতো রেখে দেওয়া হচ্ছে সেইগুলোকে। যার ফলে রাস্তাগুলোকে আরও সুন্দর দেখতে হয়ে গেছে। এমনকি ম্যানহোল উৎসবও সেখানে অনুষ্ঠিত হয়!