বরফ গলে বেরিয়ে পড়ছে সবুজ, প্রবল সংকটের মুখে মেরু অঞ্চল

যত সময় যাচ্ছে, ধীরে ধীরে বেরিয়ে পড়ছে সবুজ। কথাটা শুনে, আশাবাদী হতেই পারেন আপনি। এই সবুজের আকালে, নতুন করে সবুজ দেখা দিচ্ছে। কিন্তু বিজ্ঞানী ও পরিবেশবিদরা এতে ভরসা পাচ্ছেন না কোনোমতেই। বরং আরও বিপদের সম্ভাবনাই দেখছেন। কারণ, যে জায়গায় নতুনভাবে এই গাছগুলি দেখা যাচ্ছে, সেটি মেরু অঞ্চল…

মেরু মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাদা বরফের চাদর। বিশাল হিমবাহ, বরফের স্তূপ— গাছপালার কোনো চিহ্নই নেই। সেখানেই সাদার ওপর ফুটে উঠছে সবুজের ছাপ। বিজ্ঞানীরা বলছেন, বরফ সরে উন্মুক্ত হচ্ছে মাটি। আর গজিয়ে উঠছে গাছ। সবুজ বাড়ছে বটে, তবে সেখানেই লুকিয়ে আছে বিপদ। ক্রমশ বেড়ে চলা বিশ্ব উষ্ণায়নের জেরেই গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ। গলে যাওয়ার পরিমাণ যে দিন দিন বাড়ছে, স্যাটেলাইট ইমেজেই তা পরিষ্কার ধরা পড়েছে। যে সময় ওখানে চারিদিক ঘন বরফে ঢেকে যাওয়ার কথা, সে সময় দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় তার লেশমাত্র নেই। বেরিয়ে এসেছে নিচের ঘাস, গাছের স্তর।

বেশি সবুজ মানে বেশি অক্সিজেন; এই ধারণায় অনেকেই মুগ্ধ হতে পারেন। সেটা বাস্তবিকও বটে। কিন্তু মেরু অঞ্চলের স্বাভাবিক অবস্থার যে বিপুল পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা কি খেয়াল করেছে কেউ? বরফ গলা মানে সমুদ্রের জলতলের উচ্চতাও বেড়ে যাওয়া। পরে যে সেটা আমাদের জন্যই বিপজ্জনক হবে, সেটা তো বলাই বাহুল্য। মেরু অঞ্চলের প্রতিনিয়ত বরফ গলে যাওয়ার ঘটনা সেই বিপদকেই ত্বরান্বিত করছে।

More From Author See More

Latest News See More