নিজেদের হেফাজতে থাকা ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিল চিন

কখনও পরিস্থিতি ঠাণ্ডা হচ্ছে, কখনও নতুন করে শুরু হচ্ছে যুদ্ধের মহড়া। এরমই নানা খবর উঠে আসছে ভারত-চিনের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে। তার মধ্যেই নিজেদের হেফাজতে থাকা ১০ জন ভারতীয় সেনাকে ছেড়ে দিল চিন। এমনই খবর উঠে এল সংবাদমাধ্যমে।

বিগত বেশ কয়েকদিন ধরেই সীমান্তের অবস্থা বেশ সংকটজনক। লাদাখ নিয়ন্ত্রণরেখা বরাবর দুই পক্ষই সৈন্য মজুত করছে। তারই মধ্যে প্রশাসনিক পর্যায়ের একের পর এক বৈঠক চলছে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগও এনেছে দুই দেশই। চিনের আক্রমণের ফলে ভারতের ২০ জন জওয়ান শহিদও হন। তখন থেকেই বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, আরও বেশ কিছু ভারতীয় সেনাকে আটকে রেখেছে চিন। তারপরই চিনের এই পদক্ষেপের খবর সামনে এল।

সূত্রের খবর, এই ১০ জন সেনার মধ্যে চারজন অফিসারও রয়েছেন। তাঁদের বৃহস্পতিবার রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও সরকারি তরফে এখনও স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে চিনের হেফাজতে আর কোনো ভারতীয় সেনা নেই, এই কথাও ঘোষণা করা হয়েছে। সেনা সূত্রে খবর, চিনের হামলায় ১৮ জন আহত জওয়ানদের চিকিৎসা চলছে এখনও। প্রত্যেকেই সুস্থ হয়ে উঠছেন। এরই মধ্যে কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা জারি রয়েছে। শান্তি প্রক্রিয়ার সমস্ত চেষ্টা চলছে দুই তরফেই। 

Powered by Froala Editor