এক ক্লিকে ১৬৩ বছরের ইতিহাস, উদ্বোধন হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল আর্কাইভ

১৮৫৭ সালে পথচলা শুরু কলিকাতা বিশ্ববিদ্যালয়ের। এই উপমহাদেশে প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় এটি। তারপর পেরিয়ে গেছে দেড়শো বছরেরও বেশি সময়। নানা উত্থান পতন এবং পটপরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ঐতিহাসিক এই প্রতিষ্ঠান। তবে সেসব ইতিহাসের অনেক কিছুই চাপা পড়ে ছিল পুরনো কাগজের স্তূপের নিচে। সেইসব তথ্যই এবার প্রকাশ্যে আনতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন
লকডাউনের মধ্যেই ৬৭টি ফ্রি অনলাইন কোর্স নিয়ে হাজির হার্ভার্ড ইউনিভার্সিটি

কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই আপনি পেয়ে যাবেন আর্কাইভে সংরক্ষিত সমস্ত ফাইল। সারা বিশ্বের মানুষের কাছে সহজলভ্য করে তোলার জন্যই এ-সমস্ত তথ্যের ডিজিটাল সংস্করণ তৈরি করেছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল এই আর্কাইভটির। এখানে পাওয়া যাবে সমাবর্তন অনুষ্ঠানের সমস্ত বক্তৃতা, ইউনিভার্সিটি কাউন্সিলের রিপোর্ট, সেনেট ও অন্যান্য প্রশাসনিক বিভাগের মিনিটস এবং ক্যালকাটা রিভিউর সমস্ত সংস্করণ। সেইসঙ্গে থাকবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ের শিক্ষা পদ্ধতি, সিলেবাস এবং প্রশ্নপত্রের একটি সংকলন।

আরও পড়ুন
ভাঙনেও ফুরোয়নি স্মৃতি, স্থানের নামেই বেঁচে আছে ধর্মতলার ‘চ্যাপলিন’

করোনা মহামারীর ফলে লকডাউন চলছে দেশজুড়ে। এমন পরিস্থিতিতে লাইব্রেরীতে যেতে পারছেন না পড়ুয়া, শিক্ষক এবং গবেষকরা। ফলে তাঁদের সুবিধার জন্যই মূলত লাইব্রেরির সমস্ত নথি ডিজিটালাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি জানান, একটি নাগরিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ইতিহাস সাধারণ মানুষের সামনে তুলে ধরার দায়িত্বও থেকে যায়। আর দেশকালের সীমানা পেরিয়ে সমস্ত মানুষের কাছে এই সমস্ত নথি তুলে ধরার সুযোগ এনে দিয়েছে ইন্টারনেট। প্রসঙ্গত উল্লেখ্য, লকডাউনের মধ্যেও থেমে নেই বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন। এক্ষেত্রেও অনলাইন ক্লাসের মাধ্যমে পঠনপাঠন এগিয়ে নিয়ে যাচ্ছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা। এমনকি গবেষণার কাজও চলছে অনলাইনে।