এবার থেকে দৃষ্টিহীনরাও উপভোগ করবেন মোনালিসার ছবি

চিত্র প্রদর্শনীতে গিয়ে যখন দর্শক মোনালিসা এবং আরো অন্য সুন্দর ছবিগুলোর দিকে যখন মুগ্ধ হয়ে চেয়ে থাকেন, তাঁদের কি মাথায় আসে অন্ধ মানুষগুলির কথা? মিউজিয়ামগুলিতে ব্রেইলি বা নির্দেশক কোনো অডিও সহায়তা কোনোদিনই না থাকার কারণে আজ অব্দি কোনো অন্ধ ব্যক্তি কোনো চিত্রশিল্পীর কারুকার্য উপভোগ করতে পারেননি। এই প্রথা ভাঙতেই বাজারে এল থ্রিডি ফটোওয়র্কস।

বিশ্বের কিছু বিখ্যাত চিত্র যেমন মোনালিসা, বা ভ্যান গঘের আঁকা ডক্টর গ্যাচেটের ত্রিমাতৃক চিত্র তৈরি করেছে এই থ্রিডি ফটোওয়র্কস। মানুষের দৃষ্টি চলে গেলে, স্পর্শই তাঁদের কাছে সবচেয়ে বড় অনুভূতি হয়ে দাঁড়ায়। এই অনুভূতির জোরেই দৃষ্টিহীনদের বিশ্ববিখ্যাত চিত্রগুলিকে উপভোগ করার সুযোগ দিচ্ছে এই নতুন উদ্যোগটি।

তবে শুধু দৃষ্টিহীনরাই নয়, দুনিয়ার সব বিশেষভাবে সক্ষম মানুষদেরই যদি তাঁদের নিজেদের মতো করে পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেওয়া যায়, কী সুন্দর হবে, তাই না?