বন্ধ হয়ে গেল চারটে বাংলা সিরিয়াল, কাজ হারালেন অসংখ্য কলাকুশলী

লকডাউনের পরিস্থিতিতে বিপদে পড়েছি আমরা সবাই। স্বাভাবিক কাজকর্ম থেকে সরে এসেছে অনেকেই। সাময়িক বন্ধ হয়ে আছে চলচ্চিত্র জগত ও টেলি দুনিয়াও। এরই মধ্যে নতুন বিপদ দেখা দিল সেখানে। হঠাৎ করেই চারটে সিরিয়াল শো পুরোপুরি বন্ধ করে দিল একটি বেসরকারি বাংলা বিনোদন চ্যানেল। যার জেরে সংকটে পড়েছেন অসংখ্য কলাকুশলী ও কর্মী।

করোনার পরিস্থিতিতে এমনিই স্তব্ধ হয়ে পড়েছিল সমস্ত সিরিয়াল, সিনেমার শুটিং। তার মধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উঠেছে বিতর্কের ঝড়। টালিগঞ্জের টেলি দুনিয়ার বহু কলাকুশলীই প্রতিবাদ জানিয়েছেন এর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন। শুধু সিরিয়াল বন্ধই নয়; ওর জায়গায় শুরু হয়েছে হিন্দি সিরিয়ালের বাংলা ডাবিং। যা আগুনে আরও ঘি ফেলেছে।

হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্য অভিনেতা-অভিনেত্রীরা তো বটেই, এর সঙ্গে যুক্ত টেকনিশিয়ানরাও পড়েছেন বিপদে। কারোর কাছেই এই মুহূর্তে কাজ নেই। অন্যান্য জায়গাতেও এই পরিস্থিতি তৈরি হতে পারে, এমনই সন্দেহ করছেন অনেকে। নিজেদের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে হিন্দির ডাবিং শুরু করারও বিরোধিতা করছেন সবাই। তাঁদের অভিযোগ, এমনিতেই অনেক সময় বিনা পারিশ্রমিকেও তাঁরা কাজ করেছেন। সেসব ছিল ভালোবাসার টান, একটা খিদে। কিন্তু সেসব যে এরকমভাবে ব্যর্থ হয়ে যাবে, সেটা ভাবেননি কেউই। সবকিছু নিয়েই তাই প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছেন কলাকুশলীরা।