ব্যাটম্যানকে জীবন্ত করে তুলেছিলেন, চলে গেলেন কিংবদন্তি অ্যানিমেটর মার্টিন পাস্কো

টিভির পর্দাতেই হোক, অ্যানিমেশন বা কমিকস— ব্যাটম্যান, জাস্টিস লীগ, সুপারম্যানদের সঙ্গে জড়িয়ে আছে একটা বড়ো প্রজন্ম। এখনও চলছে সেই ধারা। আর যাঁদের হাত ধরে এই সমস্তটা তৈরি হয়েছিল, তাঁদেরই একজন ছিলেন মার্টিন পাস্কো। এবার তিনি চলে গেলেন ডিসি কমিকস ও অ্যানিমেশনের জগত থেকে। মাত্র ৬৫ বছর বয়সে মারা গেলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণেই মারা গেছেন বলে জানা যাচ্ছে। খবর সামনে আসার পর ভেঙে পড়েন আপামর কমিকস ভক্তরা।

ডিসি কমিকসের প্রাক্তন পাবলিশার পল লেভিৎস নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান। একসময় পল আর পাস্কো দুজনেই চুটিয়ে কাজ করেছেন। তৈরি করেছেন সুপারম্যান, ব্যাটম্যান, ফ্ল্যাশ, ওয়ান্ডার ওম্যানদের নিয়ে একের পর এক স্মরণীয় কমিকস। শুধু কমিকসই নয়, ব্যাটম্যানের যে অ্যানিমেশন সিরিজ আজও প্রবল জনপ্রিয়, তার সঙ্গেও অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন তিনি। তৈরি করেছেন সেই গল্পগুলোকে। ‘জাস্টিস লীগ’, ‘ওয়ান্ডার ওম্যান’, ‘স্টার ট্রেক’, ‘রজার র‍্যাবিট’, ‘জি.আই.জো’— তাঁর কেরিয়ার গ্রাফ দেখলে চমকে যেতেই হয়। অনেকের ছোটবেলার সঙ্গে জড়িয়ে এইসব চরিত্র। তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি বিখ্যাত চরিত্র— ‘ডক্টর ফেথ’।

সব মিলিয়ে, ডিসি কমিকস এবং অ্যানিমেশনের জগতে জাদুকর হয়ে উঠেছিলেন মার্টিন পাস্কো। ব্যাটম্যানের জন্য ডে-টাইম এমি পুরস্কারও জেতেন তিনি। তবে এসবের থেকেও বড়ো গোটা পৃথিবীর এত বিপুল পরিমাণ ভক্ত। তাঁর হাত ধরেই তো বাড়ির ছোটো ছেলেটির সুপারহিরো হয়ে ওঠা। দুষ্টের দমন ও শিষ্টের পালন করার জন্য বারবার চলে আসেন ব্যাটম্যান, সুপারম্যানরা। আর তাদের ঘিরেই তৈরি হতে থাকে মিথ। সেই মিথের অন্যতম সৃষ্টিকর্তা, মার্টিন পাস্কো চলে গেলেন সবাইকে ছেড়ে।