আহত শরীরেও পদকজয়, কুস্তিতে ভারতকে ব্রোঞ্জ উপহার বজরং পুনিয়ার

রবি কুমারের পর আবারও কুস্তিতে পদকজয় ভারতের। শনিবার পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তির ব্রোঞ্জপদক ম্যাচের দিকে চোখ ছিল সকলেরই। অবশেষে সমস্ত আশা সার্থক করে জয়ী হলেন বজরং পুনিয়া। সেমিফাইনালে আজারবাইজানের খেলোয়াড় হাজি আলিয়েবের কাছে পরাজিত হন পুনিয়া। খেলার শেষে শারীরিকভাবেও আহত হন তিনি। সেই চোট নিয়েই ব্রোঞ্জ পদক নির্ণায়ক ম্যাচে কাজাকিস্তানের কুস্তিবীর দৌলত নিয়াজবেকভকে ৮-০ পয়েন্টে দুরমুশ করলেন পুনিয়া।

হরিয়ানার সন্তান বজরং পুনিয়ার কুস্তিতে হাতেখড়ি মাত্র ৭ বছর বয়সেই। আন্তর্জাতিক স্তরের খেলায় প্রথম অংশগ্রহণ ২০১৩ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়। ১৯ বছরের পুনিয়া প্রথম চেষ্টাতেই জয় করলেন ব্রোঞ্জ পদক। এরপর একের পর এক ম্যাচে তাঁর সাফল্য অবাক করেছে সবাইকে। বজরং পুনিয়া প্রথম ভারতীয় কুস্তিবীর যিনি ৩ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদকজয় করেছেন। ২০১৩ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, ২০১৮ সালে রুপো এবং ২০১৯ সালে আবারও ব্রোঞ্জ। এছাড়াও বজরং পুনিয়ার ঝুলিতে রয়েছে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। তবে অলিম্পিকে অংশগ্রহণ এই প্রথম।

টোকিও অলিম্পিকে বজরং পুনিয়াকে নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারতের অলিম্পিক কমিটি। গ্রুপ লিগ থেকেই একের পর এক ম্যাচে সেই সাফল্য ধরে রেখেছেন তিনি। কিন্তু ছন্দপতন ঘটল সেমিফাইনাল ম্যাচে গিয়ে। ম্যাচের মাঝে চোট পেয়ে পিছিয়ে পড়লেন পুনিয়া। শেষে ১২-৫ পয়েন্টে পরাজিত হলেন হাজি আলিয়েবের কাছে। কিন্তু আহত শরীরেই আবার ফিরে এলেন ব্রোঞ্জপদক নির্ণায়ক ম্যাচে। তখন তাঁকে দেখে বোঝার উপায় নেই, আগেরদিনই ছিটকে পড়েছিলেন তিনি। নিয়াজবেকভকে একবারের জন্যও স্কোর তুলতে দিলেন না পুনিয়া। প্রথম থেকেই খেলার নিয়ন্ত্রণ তাঁর হাতে। আর শেষ মুহূর্তে স্কোরবোর্ড জানিয়ে দিল, পুনিয়ার সংগ্রহে ৮ পয়েন্ট। নিয়াজবেকভ আছেন শূন্যতেই।

অলিম্পিকে একের পর এক ম্যাচে ভারতের খেলোয়াড়দের সাফল্য সত্যিই মুগ্ধ করে চলেছে। কিন্তু আহত শরীরেও রুখে দাঁড়ানোর মতো ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করে সত্যিই সকলের মনজয় করে নিলেন বজরং পুনিয়া।

Powered by Froala Editor