মেটাভার্সেই দূতাবাস! প্রথম রাষ্ট্র হিসাবে কীর্তি বার্বাডোজের

দুনিয়ার মধ্যেও আরও এক দুনিয়া। বলতে গেলে ডিজিটাল দুনিয়া। ইন্টারনেট এবং প্রযুক্তি মেটাভার্সের মাধ্যমে এভাবেই বাস্তবকে মিলিয়ে দিয়েছে রূপকথার সঙ্গে। এবার সেই মেটাভার্সে (Metaverse) বিশ্বের প্রথম দেশ হিসাবে দূতাবাস তৈরি করে ফেলল বার্বাডোজ (Barbados)। আইনতভাবে ডিজিটাল মাধ্যমে সার্বভৌম ভূমি কিনল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি।

সম্প্রতি বার্বাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য মন্ত্রালয় সরকারিভাবে ঘোষণা করে ডিজিটাল রিয়েল এস্টেট ক্রয়ের কথা। মাধ্যম হিসাবে মেটারভার্সের সংস্থা ‘ডেসেন্ট্রাল্যান্ড’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বার্বাডোজ। উল্লেখ্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে ডেসেন্ট্রাল্যান্ডই বিশ্বের বৃহত্তম এবং সবথেকে জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি-ভিত্তিক ডিজিটাল দুনিয়া। তবে শুধু এই মেটাভার্স প্ল্যাটফর্মটিই নয়, একই সঙ্গে সুপারওয়ার্ল্ড, সোমনিয়াম স্পেস এবং আরও বেশ কিছু মেটাভার্স সংস্থার সঙ্গে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে বার্বাডোজের।

আগামীদিনে মেটাভার্সে ‘জমি’ কিনতে পারবেন বার্বাডোজের নাগরিকরা। আইন অনুযায়ী সেই জমির শনাক্তকরণ প্রক্রিয়া হবে। পাশাপাশি ভার্চুয়াল দূতাবাসের জন্য ই-ভিসা এবং টেলিপোর্টারের মতো সুবিধাও থাকছে বিদেশিদের জন্য। ব্যক্তিগত অবতার পরিবর্তনেরও সুবিধা পাবেন ব্যবহারকারীরা। 

তবে বার্বাডোজের এই ডিজিটাল দূতাবাস কার্যকরী হচ্ছে না এখনই। কারণ মেটাওয়ার্ল্ড সম্পূর্ণ নতুন একটি মাধ্যম। পাশাপাশি বার্বাডোজ ছাড়া এখনও পর্যন্ত অন্যকোনো স্বতন্ত্র রাষ্ট্রও পা দেয়নি এই ‘পরাবাস্তব’ জগতে। তবে, আগামীদিনে এই পথেই হাঁটতে চলেছে গোটা বিশ্ব। সেই ইঙ্গিতই দিচ্ছে ছোট্ট ক্যারিবিয়ান রাষ্ট্রটি। 

আরও পড়ুন
নতুন প্রযুক্তিতে বদলে যাবে দেখার দুনিয়া, ফেসবুকে খোলা চিঠি জুকেরবার্গের

দেখতে গেলে বার্বাডোজের বয়স মাত্র ৫৫ বছর। ১৯৬৬ সাল পর্যন্ত ব্রিটেনের উপনিবেশ ছিল এই দ্বীপ। তারপর খাতায়কলমে স্বাধীনতা মিললেও, পরাধীনতার গ্লানি মোছেনি। বার্বাডোজের পৃথক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেল থাকলেও, এতদিন পর্যন্ত দেশের হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপ্রধান ছিলেন রানি এলিজাবেথ। গত সপ্তাহেই হেড অফ দ্য স্টেটের পদ থেকে রানি এলিজাবেথকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে বার্বাডোজ। প্রকৃত ‘স্বাতন্ত্র্য’-প্রাপ্তির মাত্র কয়েকদিনের মধ্যে এবার আরও একটি বড়ো চমক দিল দেশটি…

আরও পড়ুন
জনপ্রিয়তম সামাজিক মাধ্যম মাইস্পেস আজ ‘নির্বান্ধব’, ফেসবুকেরও ভবিষ্যৎ এমনই?

Powered by Froala Editor

আরও পড়ুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভ্রাটে ত্রাতা টুইটার; রসিকতায় মাতলেন নেটিজেনরা

More From Author See More